পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ আমি ঠিক করে দিই। এইবার দেখুন, (বিজয়া পুনরায় দেখিবার চেষ্টা করিতে লাগিল) কেমন, পেলেন দেখতে ? दिछघ्नीं । न ! নরেন । না কেন ? বেশ তো দেখা যাচ্ছে—পেলেন দেখতে ? বিজয় । না । নরেন । আপনার পেয়েও কাজ নেই। এমন মোটা বুদ্ধি আমি জন্মে দেখিনি । বিজয়া। মোটা বুদ্ধি আমার, না আপনি দেখাতে জানেন না ? নরেন । ( অস্তুতপ্ত-কণ্ঠে) আর কি করে দেখাব বলুন ? আপনার বুদ্ধি কিছু আর সত্যিই মোট নয়, কিন্তু আমার নিশ্চয় বোধ হচ্ছে আপনি মন দিচ্ছেন না। আমি বকে মরছি, আর আপনি মিছামিছি ওটাতে চোখ রেখে মুখ নীচু করে হাসছেন । বিজয় । কে বললে আমি ছাপছি ? নরেন । আমি বলছি । बिजब्रा । चांननांग्न फूल । নরেন । জামায় ভুল ! আচ্ছা বেশ । যন্ত্রটা তো আর ভুল নয়, তবে কেম দেখতে পেলেন না ? বিজয়া ! যন্ত্রটা আপনার খারাপ । নরেন । ( বিশ্বয়ে ) খারাপ ! আপনি জানেন এরকম powerful microscope এখানে বেশী লোকের নেই ? এমন বড় এবং স্পষ্ট দেখাতে— বলিয়া স্বচক্ষে একবার যাচাই করিয়া লইবার অতি ব্যাগতায় ঝুঁকিতে গিয়া দু জনের মাথা ঠুকিয়া গেল ] বিজয় । উঃ । ( মাখায় হাত বুলাইতে বুলাইতে ) মাথা ঠুকে দিলে কি হয় জানেন ? শিঙ বেরোয় । নরেন । শিঙ বেরুলে আপনার মাথা থেকেই বেরুনো উচিত । বিজয় । তা বইকি ! এই পুরোনো ভাঙা microscope কে ভাল বলিনি বলে —আমার মাথাটা শিঙ বেরুবার মত মাখা । নরেন। (গুৰু হালি হাসিয়া) আপনাকে সত্যি বলছি এটা ভাঙা নয়। আমার কিছু নেই বলেই আপনার সন্দেহ হচ্ছে, আমি ঠকিয়ে নেবার চেষ্টা করছি, কিন্তু আপনি পরে দেখবেন । - বিজয়। পরে দেখে আর কি করব বলুন ? তখন আপনাকে জামি পাব কোথায় ? - নবেন । ( তিক্তশ্বরে ) তবে কেন বললেন আপনি নেবেন ? কেন এতক্ষণ 彎@*