পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বিজয় । মানে একটা কিছু আছে বইকি । নরেন। (ক্রুদ্ধ হইয়া) সেইটে কি তাই আমি আপনার কাছে শুনতে চাইছি। আপনি কি ওটি আটকে রাখতে চান ? এও কি বাবা আপনার কাছে বাধা রেখেছিলেন ? আপনি তো দেখছি তা হলে আমাকেও আটকাতে পারেন, বলতে পারেন বাবা আমাকেও আপনার কাছে বাধা দিয়ে গেছেন ? বিজয় । ( আরক্তমূখে ঘাড় ফিরাইয়া) কালীপদ, তুই দাড়িয়ে কি করছিল। পান নিয়ে জায় । ( কালীপদ চায়ের সরঞ্জাম টেবিলে রাখিয়া চলিয়া গেল । ) নিন, ঝগড়া করবেন না—এবার খেয়ে নিন । [ নরেন নিঃশব্দে গম্ভীরমুখে আহার করতে লাগিল । ] নরেন ৷ তমুন । বিজয়া । শুনব পরে । আগে পেট ভরে খান । নরেন। অনেক তো খেলুম। বিজয়া । আরও অনেক যে পড়ে রইল । নরেন । তা বলে আমি কি করব ? আমি পারব না। “বিজয়া। তা জানি, আপনার কোন কিছু পারবারই শক্তি নেই। আচ্ছা, microscope দেখতে শিখে আমার কি লাভ হবে ? নরেন । ( সবিস্ময়ে ) দেখতে শিখে কি লাভ হবে ? বিজয় । ই, তাই তো। এ শেখায় লাভ যদি আমাকে বুঝিয়ে দিতে পারেন আমি খুশী হয়ে ওটা কিনব, তা যতই কেননা ভাঙা হোক । নরেন । কিনতে হবে না আপনাকে । বিজয় । বেশ তো বুঝিয়েই দিন না । নরেন। দেখুন, আপনাকে দেখাতে চেয়েছিলুম-জীবাণুর গঠন। খালি চোখে ওদের দেখা যায় ন—যেন অস্তিত্বই নেই ! ওদের ধরা যায় শুধু ঐ যন্ত্রটার মধ্য দিয়ে। হষ্টি ও প্রলয়ের মত বড় শক্তি নিয়ে যে ওরা পৃথিবীময় ব্যাপ্ত হয়ে আছে—ওদের সেই জীবন-ইতিহাস—কিন্তু আপনি তো কিছু শুনছেন না। বিজয়া । শুনছি বইকি । নরেন। কি শুনলেন, বলুন তো ? বিজয়া। বা, একদিনেই নাকি শুনে শেখা যায় ? আপনিই বুঝি একদিনে শিখেছিলেন। নরেন । ( হো হো করিয়া হালিয়া ) কিন্তু আপনার যে একশো বছরেও হবে না ? তা ছাড়া এসব আপনাকে শেখাবেই বা কে ? বিজয়ী। (মুখ টিপিয়া হাসিয়া) কেন, আপনি ! নইলে এই ভাঙা কলট \$sty