পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়৷ জামি ছাড়া আর কে নেবে। নরেন । আপনার নিয়েও কাজ নেই, আমি শেখাতেও পারব না । বিজয় । পারতেই হবে আপনাকে । জিনিস বিক্রী করে যাবেন আপনি, আর শেখাতে আসবে আর একজন ? না হয় তো আর এক কাজ করুন । শুনছি আপনি ভাল ছবি আঁকতে পারেন। তাই আমাকে শিখিয়ে দিন । এ তে শিখতে পারব। নরেন । ( উত্তেজিত হইয়া ) তাও না । যে-বিষয়ে মানুষের নাওয়া-খাওয়া জ্ঞান থাকে না—তাতেই যখন মন দিতে পারলেন না-মন দেবেন ছবি অঁাকতে ? কিছুতেই না। বিজয় । তা হলে ছবি অঁাকতেও পারব না ? নরেন । না। আপনি যে কিছুই মন দিয়ে শোনেন না। বিজয় । ( ছদ্ম-গাষ্ঠীৰ্য্যের সহিত ) কিছুই না শিখতে পারলে কিন্তু সত্যিই মাথায় শিও বেরোবে । নরেন । ( উচ্চহাস্য করিয়া ) সেই হবে আপনার উচিত শাস্তি । বিজয়া ! (মুখ ফিরাইয়া হাসি গোপন করিয়া) তা বই কি ! আপনার শেখাবার ক্ষমতা নেই তাই বলুন না। কিন্তু চাকরেরা কি করছে ? আলো দেয় না কেন ? একটু বন্ধন, আমি আলো দিতে বলে আসি । বিজয় দ্রুতপদে উঠিয়া দ্বারের পর্দা সরাইয়া অকস্মাৎ যেন ভূত দেখিয়া পিছাইয়া জলিল। পিতা-পুত্র রাসবিহারী ও বিলাসবিহারী প্রবেশ করিয়া হাতের কাছে দুখান৷ চেয়ার অধিকার করিয়া বসিলেন। বিলাসের মুখের উপর যেন এক ছোপ কলি মাখানে, এমন বিশ্ৰী চেহারা । বিজয় আপনাকে সংবরণ করিয়া । বিজয় । আপনি কখন এলেন কাকাবাবু! রাস। (শুষ্কহাস্যে ) প্রায় আধঘণ্টা হ’লো এসে ঐ সামনের বারানায় বসে। কিন্তু তুমি কথাবাৰ্ত্তায় বড় ব্যস্ত বলে আর ডাকলাম না। ঐ বুঝি সেই জগদীশের ছেলে ? কি চায় ও ? বিজয়া । (মৃদুস্বরে ) একটা microscope বিক্রী করে উনি চলে যেতে চান। তাই দেখাচ্ছিলেন। বিলাস। (গর্জন করিয়া) Microscope ! ঠকাবার জায়গা পেলে না বুৰি ! [ নরেন ধীরে ধীরে অন্ত দ্বার দিয়া বাহির হইয়া গেল। ] রাস । আহা, ও-কথা বলে কেন ? তার উদ্বেগু তো আমরা জানিনে । ভালও তো হতে পারে। অবশু জোর করে কিছুই বলা যায় না—সেও ঠিক । তা সে যাই হোক গে, ওতে আমাদের আবশ্যক কি ? দূরবীণ হলেও না হয় কখনো \?象 。