পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वेिअग्ने বিজয় । যা বলবার আমিই র্তাকে বলব। আর কারে বলার আবশ্যক নেই কাকাবাবু । রাস। বেশ বেশ, তাই ব'লে। মা ! বলে দিও ওর কোন ভয় নেই, স্কুশে টাকাই যেন নিয়ে যায় । * বিজয়া। রাত হয়ে যাচ্ছে, ওঁকে অনেকদূর যেতে হবে। কাল কি আপল্পনা সঙ্গে কথা হতে পারে না কাকাবাবু ? রাস । বেশ ত মা, কালই হবে । ( প্রস্থানোস্তুত-সহসা ফিরিয়া ) কিন্তু শুনেছ বোধ হয় তোমার মন্দিরের ভাবী জাচার্ধ্য দয়ালবাবু আজ সকালেই এসে পড়েছেন— মন্দির-গৃহেই আছেন-জাবার কাল সকালে আমাদের সমাজের মান্য ব্যক্তি ধারা— ধাদের সসম্মানে আমরা আমন্ত্রণ করেছি--তায় আসবেন । তোমাজের উত্তয়কে র্তাদের কাছে জামি পরিচিত করিয়ে দেব। আর ক’টা দিনই বা বাঁচবো মা ! বিজয় । ( সবিস্ময়ে ) ভারা সব কালই আসবেন ? কই আমি তো কিছুই শুনিনি । রাস । ( সবিস্ময়ে ) শোনোনি ? তা হলে তাড়াতাড়িতে বলতে বোধ হয় ভুলে গেছি মা। বুড়ে বয়সের দোষই এই ! বিজয় । কিন্তু বড়দিনের ছুটির তো এখনো অনেক বিলৰ কাকাবাৰু। রাস । বিলম্ব বলেই ভাবলাম শুভকৰ্ম্মে দেরি আর করব না । বাড়িটা তো ঠার মন্দিরের জন্তে মনে মনে তোমরা উৎসর্গই করেছ, শুধু অনুষ্ঠানই বাকী। যত শীঘ্র পারা যায় কর্তব্য সমাপন করাই উচিত । তারাও যখন আসতে রাজী হলেন তখন পুণ্যকাৰ্য্য ফেলে রাখতে মন চাইলে না। বল দিকি মা, এ কি ভাল করিনি? বিজsা । নরেনবাবুর বড় রাত হয়ে যাচ্ছে কাকাবাবু। রাস । ও হঁ। বেশ, ওকে ডেকে পাঠিয়ে তাই বলে দাও, দুশো টাকাই দেওয়া হবে । বিলাস। টাকা কি খোলামকুচি ? একজনের খেয়াল চরিতার্থ করতে ছুশো টাকা নষ্ট করতে হবে ? তুমি তাতেই রাজী হচ্ছে ? রাস। বিলাস, ক্ষুণ্ণ হ’য়ে না বাবা । তোমাদের অনেক আছে—যাক দুশো। নিয়ে যাক ও দুশো টাকা । মা বিজয়ী আমার দয়ামী, দুঃখীকে সামান্ত ক’টা টাকা যদি সাহায্য করতেই চান। বিরক্ত হওয়া উচিত নয় । কিন্তু আর নয় বাবা, অন্ধকার হয়ে আসছে, চল । কাল সকালে অনেক কাজ, অনেক ঝঞ্চাট পোহাতে হবে । চল যাই । আসি মা বিজয়া । - রাসবিহারী নিষ্ক্রান্ত হইলেন। বিলাস বিজয়ার প্রতি একটা ক্রুদ্ধ কটাক্ষ নিক্ষেপ করিয়া পিতার অনুসরণ করিল । ] বিজয় । ( ক্ষণকাল স্তন্ধ থাকিয়া ) কালীপদ ? \}} }