পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়ী বর-বন্ধুর পরে ভগবান তার শুভহস্ত প্রসারিত করুন আমরা এই প্রার্থনা করি। চলুন, এই বাগানটার শেষেই বনমালীবাবুর বাড়ি। ৭ম । আপনি কি পূৰ্ব্বে এখানে এসেছিলেন ? ৬ষ্ঠ। (সহস্তে ) বহুবার। রাসবিহারীবাবু আমার অনেককালের বন্ধু। তিনি পত্রে জানিয়েছেন, নতুন মন্দির-গৃহটি আছে নদীর ওপারে—একটু দূরে । আমাদের থাকার জায়গাও সেইখানেই নির্দিষ্ট হয়েছে, কিন্তু বিজয়ার ইচ্ছে আজ সকালেই একটি ছোট অনুষ্ঠান তার গৃহেই সম্পন্ন হয় এবং পরে সে বাড়িতে যাই । ৭ম । উত্তম প্রস্তাব । চলুন, আমাদের হয়ত বিলম্ব হয়ে যাচ্ছে। [ প্রস্থান ] छ्ठैौघ्र शृं) বিজয়ার বাড়ির নীচের হল-ঘর বেল পূর্বত্ত্ব। বিজয়ার অট্টালিকার নীচের বড় ঘরটি ফুল-লতা-পাত্ত দিয়া কিছু কিছু সাজানো হইয়াছে, মাঝখানে দাড়াইয়া রাসবিহারী ও বিলাসবিহারী এই সকল পরীক্ষা করিতেছিলেন, এমন সময় সন্ধসমাগত অতিথিগণ একে একে প্রবেশ করিলেন । ] রাসবিহারী । ( বদ্ধাঞ্জলিপূর্বক ) স্বাগতম্! স্বাগতম্! আজ শুধু এই গৃহ নয়, আজ আমাদের সমস্ত গ্রামখানি আপনাদের চরণধুলিতে চরিতার্থ হ’লো। আর আমি ধন্ত । আপনারা আসন গ্রহণ করুন । ১ম । আমরাও তেমনি ধন্য হয়েছি রাসবিহারীবাবু, এমন পুণ্যকৰ্ম্মে আমন্ত্রিত হয়ে যোগ দিতে পারা জীবনের সৌভাগ্য। রাস। পথে কোন ক্লেশ হয়নি তো ? সকলে । না না, কিছুমাত্র না । কোন ক্লেশ হয়নি । স্বাস । হবার কথাও নয় যে ! এ যে তার সেবা-কৰ্ম্ম নিয়েই আপনাদের আগমন —মানবজাতির পরম কল্যাণের জন্তই তো আজ সকলে সমবেত হয়েছি। ১ম ব্যক্তি । ওঁ স্বস্তি ! ওঁ স্বস্তি ! ওঁ স্বস্তি ! °>建