পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰছ রাস। স্বর্গগত বনমালীর কন্যা বিজয়া এবং তার ভাবী জামাতা বিলাসবিহারী— এ মঙ্গল অনুষ্ঠান তাদেরই। আমি কেউ নয়,—কিছুই নয়। শুধু চোখে দেখে পুণ্য সঞ্চয় করে যাব এই আমার একমাত্র বাসনা । বাবা বিলাস, মা বিজয়া বুঝি এখনও খবর পাননি। কালীপদকে ডেকে বলে দাও পূজনীয় অতিথিরা এসে পৌচেছেন। বিলাস। কিন্তু খবর পাওয়া তার উচিত ছিল । - বিলাসের প্রস্থান ] ২য় ব্যক্তি। শুনেছি দয়ালবাবু ইতিপূৰ্ব্বেই এসেচেন, কই তাকে তো – রাস । দুর্ভাগ্যক্রমে এসেই তিনি অস্বস্থ হয়ে পড়েছিলেন । আজ ভাল আছেন । তিনি এলেন বলে । ১ম ব্যক্তি । আচার্য্যের কাজ তো ? রাস । ই, তিনিই সম্পাদন করবেন স্থির হয়েছে—এই যে নাম করতেই তিনি— জামুন, আস্কন, দয়ালবাবু আম্বন । দেহটা মুস্থ হয়েছে ? [ দয়ালচন্দ্রের প্রবেশ ও সকলের অভিবাদন । ] শরীর দুৰ্ব্বল, নিজে গিয়ে সংবাদ নিতে পারিনি, কিন্তু ওঁর কাছে (উৰ্দ্ধমুখে চাহিয়া ) নিরন্তর প্রার্থনা করছি আপনি শীঘ্র নিরাময় হন, শুভকৰ্ম্মে যেন বিঘ্ন না ঘটে । [ ইহার পরে কিয়ংকাল ধরিয়া সকলের কুশল-প্রশ্নাদি ও প্রতিসম্ভাষণ চলিল । সকলে পুনরায় উপবেশন করিলেন ] BBS BBB DBBBBD BBBB BB BBBS BBBB BB BBBB আহবান করে নিলেন—তার মঙ্গল ইচ্ছার বিরুদ্ধে আমার নালিশ নেই, কিন্তু তিনি যে আমাকে কি করে রেখে গেছেন আমার বাইরে দেখে সে আপনারা অনুমান করতে পারবেন না। অামাদের উভয়ের সাক্ষাতের ক্ষণটি যে প্রতিদিন নিকটবর্তী হয়ে আসছে সে আভাস আমি প্রতিমুহূর্তেই পাই। তবুও সেই পরমব্রহ্মপদে এই প্রার্থন, আমার সেই দিনটিকে যেন তিনি আরও সন্নিকটবর্তী করে দেন । [ রাসবিহারী জামার হাতায় চোখটা মূছিয়া আত্মসমাহিতভাবে রহিলেন । উপস্থিত অভ্যাগতরাও তদ্রুপ করিলেন। আবার কিছুকাল চুপ করিয়া থাকিয় ] বনমালী আমাদের মধ্যে আজ নেই—তিনি চলে গেছেন ; কিন্তু আমি চোখ বুজলেই দেখতে পাই, ওই তিনি মৃদু মৃদু হাস্ত করছেন । [সকলেই চোখ বুজিলেন। এই সময় বিজয়া ও বিলাস প্রবেশ করিল। বিজয়ার মুখের উপর বিবাদ ও বোনার চিহ্ন ঘনীভূত হইয়া উঠিয়াছে তাহা স্পষ্ট দেখা যায় ] ৪ই তার একমাত্র কল্প বিজয়া, পিতার সর্বগুণের অধিকারিণী । আর ঐ আমার পুত্র বিলাসবিহারী, কৰ্ত্তব্যে কঠোর, সত্যে নিষ্ঠাঁক । এর বাইরে এখনো আলাদ৷ \ ఆ