পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়ী হলেও অস্তরে--ই। আরও একটি শুভদিন আসন্ন হয়ে আসছে, যেদিন আবার আপনাদেং পদধূলির কল্যাণে এদের সম্মিলিত জীবন ধন্য হবে। দয়াল । ( অস্ফুটম্বরে ) ওঁ স্বস্তি ! রাস। মা বিজয়া, ইনিই তোমাদের মন্দিরের ভাবী আচার্য্য দয়ালচন্দ্র, একে নমস্কার কর। আর এরা তোমাদের সম্মানিত পূজনীয় অতিথিগণ, এরা বহু ক্লেশ স্বীকার করে তোমাদের পুণ্যকার্য্যে যোগ দিতে এসেছেন, এদের সকলকে নমস্কার কর । বিজয়া হাত তুলিয়া নমস্কার করিল। বৃদ্ধ দয়াল বিজয়ার কাছে গিয়া দাড়াইলেন । হাত ধরিয়া বলিলেন ] দয়াল। এসে মা, এসো। মুখখানি দেখলেই মনে হয় যেন মা আমার কতকালের চেনা ৷ এই বলিয়া টানিয়া পাশে বসাইলেন—অনেকে মুখ টিপিয়া হাসিল । ] রাস। দয়ালবাবু, আমার সহোদরের অধিক স্বৰ্গীয় বনমালীর এই শুভকৰ্ম্ম— একমাত্র কন্যার বিবাহ-চোখে দেখে যাবার বড় সাধ ছিল, শুধু আমার অপরাধেই তা পূর্ণ হতে পারেনি। ( কিছুকাল নীরব থাকিয় দীর্ঘশ্বাস ফেলিয়া) কিন্তু এবার আমার চৈতন্ত হয়েছে, তাই নিজের শরীরের দিকে চেয়ে এই আগামী অস্ত্রাণের বেশী আয় বিলম্ব করবার সাহস হয় না । কি জানি আমিও না পাছে চোখে দেখে যেতে পারি। দয়াল । ( অস্ফুটম্বরে ) ওঁ শান্তি ! ওঁ শান্তি ! রাস। (বিজয়ার প্রতি) মা, তোমার বাবা, তোমার জননী সাধী সতী বহু পূৰ্ব্বেই গোরোহণ করেছেন, নইলে এ-কাজ আজ আমার তোমাকে জিজ্ঞাসা করতে হ’তো না। লজ্জা করে না মা, বল আজ এইখানেই আমাদের এই পূজনীয় অতিথিগণকে আগামী অস্ত্রাণ মাসেই আবার একবার পদধূলি দানের আমন্ত্রণ করে রাখি । বিজয় । ( অব্যক্ত-কণ্ঠে) বাবার মৃত্যুর এক বৎসরের মধ্যেই কি—(কথা বাধিয়া গেল ) । রাস। ওহো ঠিক তো মা, ঠিক তো ! এ যে আমার স্মরণ ছিল না। কিন্তু তুমি আমার মা কিনা, তাই এ বুড়ে ছেলের ভুল ধরিয়ে দিলে। (বিজয়া আঁচলে চোখ ছিল) তাই হবে। কিন্তু তারও তো আর বিলম্ব নেই। (সকলের দিকে চাহিয়া) বেশ, আগামী বৈশাখেই শুভকৰ্ম্ম সম্পন্ন হবে। আপনাদের কাছে এই আমাদের পাক কথা রইল। বিলাসবিহারী, বাবা বিলম্ব হয়ে যাচ্ছে, এদের ও-বাড়িতে যাবার ব্যবস্থা করে দাও । আম্বন আপনারা। বিজয়া ব্যতীত সকলেই প্রস্থান করিলেন, দয়াল ক্ষণকাল পরেই ফিরিয়া আসিলেন । ] ר לכ\