পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ দয়াল। মা বিজয়া ! বিজয় । ( চমকিত হইয়া নিজেকে সংবরণ করিয়া) আন্ধন ! দয়াল। এরা সবাই দিঘড়ার বাড়িতে চলে গেলেন। বিলাসবাবু তাদের ব্যবস্থা করে দিয়ে স্তর অফিসঘরে গিয়ে ঢুকলেন। আমাকেও সঙ্গে যেতে বলেছিলেন, কিন্তু যেতে আমার ইচ্ছে হ’লে না-ভাবলুম এই অবসরে মা বিজয়ায় সঙ্গে দুটাে কথা কয়ে নিই। (এই বলিয়া একটা চেয়ারে বসিয়া পড়িলেন ) দাড়িয়ে কেন মা, তুমিও ব’লো । বিজয় । ( সম্মুখের আসনে উপবেশন করিয়া শঙ্কিতকণ্ঠে কহিল ) জাপনি গেলেন না কেন ? আপনার তো বেলা হয়ে যাবে! দয়াল। তা যাক । একটু বেলাতে আর আমার ক্ষতি হবে না। তোমার মত অল্প বয়সে ধর্মের প্রতি এমন নিষ্ঠা আমি দেখিনি। ভগবানের আশীৰ্ব্বাদে তোমাদের মহৎ উদ্দেশু দিনে দিনে শ্ৰীবৃদ্ধি করুক। কিন্তু মা, তোমার মুখ দেখে মনে হ’লো যেম তোমার আজ ৰূখ নেই। কেমন না ? বিজয়া । কি করে জানলেন ? দয়াল । ( মৃদ্ধ হাসিয়া ) তার কারণ আমি যে বুড়ো হয়েছি মা । ছেলেমেয়ে অস্থখী থাকলে বুড়োর টের পায়। বিজয় । কিন্তু সকলেই তো টের পায় না দয়ালবাবু ? দয়াল। - তা জানিনে মা। কিন্তু আমার তো তাই মনে হ’লো। এর জন্তেই চলে যেতে পারলুম না। ফিরে এলুম। বিজয়া । ভালই করেছেন দয়ালবাবু। দয়াল। কিন্তু একটা বিষয়ে সাবধান করে দিই। বুড়োর বকতে বড় ভালবালে —ইচ্ছে করে তোমার কাছে বসে খুব খানিকট বকে নিই, কিন্তু ভয় হয় পাছে বিরক্ত করে তুলি । বিজয় । না- না, বিরক্ত হব কেন ? আপনার যা ইচ্ছে হয় বলুন না-শুনতে আমার ভালই লাগছে । দয়াল। কিন্তু তাছ বলে বুড়োদের অত প্রশ্ৰয়ও দিয়ে না মা। খামাতে পারবে না। আরও একটি হেতু আছে। আমার একটি মেয়ে হয়ে অল্প বয়সেই মারা যায়— বেঁচে থাকলে সে তোমার বয়সই পেতো । তোমাকে দেখে পর্য্যন্ত কেবল জামার তাকেই জাজ মনে পড়ছে । f বিজয়া। আপনার বুঝি জার মেয়ে নেই ? দয়াল। মেয়েও নেই, ছেলেও নেই, শুধু বুড়ো-বুড়ী বেঁচে আছি। একটি ילצb\