পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়ী নরেন। না বাপু, ঘরে ঢুকে আর দম আটকাতে চাইনে, এখান থেকেই কাজ সেরে পালাব । বারোটার ট্রেনেই ফিরতে হবে । কালীপদ । ই বাৰু আজ আর বড় গরম, কোথাও বাতাস নেই। তবে এখানেই একটা চেয়ার এনে দিই বস্বন। কালীপদ চেয়ার জানিয়া দিল, নরেন বসিয়া টুপিটা পায়ের কাছে রাখিয়া মুখ তুলিয়া কহিল ] নরেন। আর স্বমুখের ঐ জানালাটা একবার খুলে দাও, নিশ্বেল ফেলে বাচি । কালীপদ । ওটা খোলা যায় না। এখন মিস্ত্রী কোথায় পাব বাৰু ? নরেন । মিস্ত্রী কি হে ; দোর-জানালা কি তোমরা মিস্ত্রী দিয়ে খোলাও, জার রাত্তিরে পেরেক ঠুকে বন্ধ করে ? কালীপদ । আজ্ঞে না, কেবল এইটেক্ট কিছুতেই খোলা যায় না। মা ক’দিন ধরে মিস্ত্রী ডাকতে বলেছিলেন । নরেন । এমন কথা তো শুনিনি। কই দেখি, (নিকটে গিয়া টানিয়া খুলিয়৷ ফেলিল ) একটুখানি চেপে বসেছিল। তোমার ম+ঠাকরুণকে একবার ডাক । কালীপদ । এই যে আসছেন । বিজয়া প্রবেশ করিতেই নরেন সঙ্গে সঙ্গে ফিরিয়। চাহিল ] নরেন । নমস্কার । বাং—কি চমৎকার দেখাচ্ছে আপনাকে । যে কেউ ছবি অঁাকতে জানে—আপনাকে দেখে তারই লোভ হবে । বিজয় । কালীপদ, আমাকে বসবার একটা জায়গা এনে দাও । আর বল গে বাবুর জন্যে চা করতে, এখনও চা খাওয়া হয়নি বোধ হয় ? নরেন । না, কলকাতা থেকে সকালেই বেরিয়ে পড়েছিলুম। স্টেশন থেকে সোজা আসছি ! [ কালীপদ চলিয়া গেল ] বিজয় । আপনাকে কি আমার ছবি আঁকবার বায়না নিতে ডেকেছি যে আমাকে ওরকম অপদস্থ করলেন ? নরেন । অপদস্থ করলুম কোথায় ? বিজয় । চাকরদের সামনে কি ঐরকম বলে । কাগুঞ্জান কি একেবারে নেই ? নরেন। ( লজ্জিতমুখে ) হুঁ, তা বটে। দোষ হয়ে গেচে সত্যি। বিজয়া । আর যেন কখনো না হয় । কালীপদ চেয়ার লইয়া প্রবেশ করিল ] কালীপদ । বলে এলুম মা । আমনি কিছু খাবার করতেও বলে আগব ? و s سه