পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐকাত্ত পুটু মুখ ফিরিয়া চাহিল, কহিল, দাদামশায়ের কথা আপনি বিশ্বাস করবেন না । বাৰা হাজার টাকা কোথায় পাবেন যে দেবেন ? অমনি করে পরের গয়না চেয়ে দিদির বিয়ে,—এখন তারা দিদিকে আর নেয় না । তারা বলে, ছেলের আবার বিয়ে দেবে। এই মেয়েটি এত কথা আমার সঙ্গে পূৰ্ব্বে কহে নাই ; কিছু আশ্চর্ঘ্য হইয়া জিজ্ঞাসা করিলাম, তোমার বাবা সত্যিই কি হাজার টাকা দিতে পারেন না ? পুটু ঘাড় নাড়িয়া বলিল, কখখনো না । বাবা রেলে চল্লিশ টাকা মোটে মাইনে পান, আমার ছোট ভাইয়ের ইস্কুলের মাইনের জন্য আর পড়াই হলো না । সে কত কাজে । বলিতে বলিতে তাহার চোখ দুটি ছলছল করিয়া আসিল । প্রশ্ন করিলাম, তোমার শুধু টাকার জন্য বিয়ে হচ্ছে না ? পুটু কহিল, ই, তাই ত । আমাদের গায়ের অমূল্যবাবুর সঙ্গে বাবা সম্বন্ধ করেছিলেন । তার মেয়েরাই আমার চেয়ে অনেক বড়। মা জলে ডুবে মরতে গিয়েছিলেন বলেই ত সে বিয়ে বন্ধ হ’লে । এবারে বাবা বোধ হয় অার কারু কথা শুনবেন না, সেইখানেই আমার বিয়ে দেবেন । বলিলাম, পুটু, আমাকে তোমার পছন্দ হয় ? পুটু সলজে মাথা নীচু করিয়া একটুখানি মাথা নাড়িল । কিন্তু আমি ত তোমার চেয়ে চোদ-পনের বছরের বড় ? পুটু এ প্রশ্নের কোন জবাব দিল না। জিজ্ঞাসা করিলাম, তোমার কি আর কোথাও কখনো সম্বন্ধ হয়নি ? পুটু মুখ তুলিয়া খুশী হইয়া বলিল, হয়েছিল ত। আপনাদের গ্রামের কালিদাস বাবুকে জানেন ? তার ছোট ছেলে । বি. এ. পাস করেচে, বয়সে আমার চেয়ে কেবল একটুখানি বড়ো । তার নাম শশধর । তোমার তাকে পছন্দ হয় ? পুটু ফিক করিয়া হাসিয়া ফেলিল । বলিলাম, কিন্তু শশধর তোমাকে যদি পছন্দ না করে ? পুটু বলিল, তাই বৈকি! আমাদের বাড়ির সামনে দিয়ে কেবল আনাগোনা করত। রাঙাদিদিমা ঠাট্টা করে বলতেন, সে শুধু আমার জন্যই । কিন্তু এ বিয়ে হ’লো না কেন । পুটুর মুখখানি মান হইয়া গেল, কছিল, তার বাবা হাজার টাকার গয়না আর হাজার টাকা নগদ চাইলে । আর কোন না পাচশ টাকা খরচ হবে বলুন ? এ তো জমিদারদের ঘরের মেয়ের জন্যই হয় । সত্যি নয় ? ওরা বড়লোক, অনেক টাকা ওদের, , জামার মা তাদের বাড়ি গিয়ে কত হাতে-পায়ে ধরলে, কিন্তু কিছুতে শুনলে না। - 歌金 84-8