পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विछघ्नों নরেন। (সোজা হইয়া উঠিয়া বসিয়া) বেশ, তাই করুন গে। আমার দরকার নই। যে দুশো টাকায় দু'দিন পরেই চারশে টাকা চায় তাকে আমি কিছুই বলতে চাইনে । [ বিজয় মুখ নীচু করিয়া অতি কষ্টে হাসি দমন করিল। ] নরেন । জাপনি যে একটি ‘সাইলক' ত জানলে আসতুম না। বিজয় । সাইলক ? কিন্তু দেনার দায়ে যখন আপনার বাড়িঘর, আপনার যথাসৰ্ব্বস্ব আত্মসাৎ করে নিয়েছিলুম, তখন কি ভাবেননি আমি সাইলক । নরেন । না, ভাবিনি, কেননা তাতে আপনার হাত ছিল না। সে কাজ আপনার বাবা এবং আমার বাবা দু'জনে করে গিয়েছিলেন । আমরা কেউ তার মঞ্চে অপরাধী নই। আচ্ছা আমি চললুম। বিজয় । যাবেন কি রকম ? আপনার জন্য চা করতে গেছে না ? নরেন । চা খেতে আমি আসিনি । বিজয়। কিন্তু যেজন্যে এসেছিলেন সে তো আর সত্যিই হতে পারে না। চারশে। ৯লর জিনিস আপনাকে স্থশো টাকায় দেবে কে ? আপনার লজ্জাবোধ করা উচিত । নরেন । আমার লজ্জাবোধ করা উচিত ? উঃ-আচ্ছা মাহব তো আপনি ? Reন। স্থা, চিনে রাখুন। ভবিষ্যতে আর কখনো ঠকাবার চেষ্টা করবেন না । নরেন । ঠকানো আমার পেশা নয় । বিক। তবে কি পেশা ? ডাক্তারি ? হাত দেখতে জানেন ? (এই বলিয়া হঠাৎ হাসিয়া ফেলিল ) ara। আমি কি আপনার উপহাসের পাত্র টাকা আপনার চের থাকতে ন—েকি সে জোরে ও অধিকার জন্মায় না তা জানবেন। আপনি একটু হিসেব করে কথা কইবেন । নরেন উঠিয় দাড়াইয়া হাতে লাঠি তুলিয়া লইল । ] বিজয়। নইলে কি বলুন না ? আপনার গায়ে জোর অাছে এবং হাতে লাঠি জাছে এই তো ? নরেন। (লাঠিটা ফেলিয়া হতাশভাবে বসিয়া) ছি ছি—আপনি মুখে যা আলে তাই বলেন । আপনার সঙ্গে আর পারি না । বিজয়া । এ-কথা মনে থাকে যেন। কিন্তু আপনার জন্তেই যখন আমার জেরি হয়ে গেল, বেরোনো হ’লে না—তখন আপনারও চলে যাওয়া হবে না। কিন্তু আপনি নিশ্চয় হাত দেখতে জানেন ? নরেন। জানি । কিন্তু কার হাত দেখতে হবে ? আপনার ? weave