পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

देिखेन। রাত্রে মন্দিরে ওঁর সঙ্গে দৈবাৎ আলাপ । কি কয়েকটা তার জিনিস পড়েছিল তাই নিতে এসেছিলেন। আজ আবার হাওড়া স্টেশনেও দৈবাৎ ওঁর দেখা পেয়ে গেলুম। উনিও বললেন, থাকবার জো নেই, এই বারোটার গাড়িতেই ফিরতে হবে । আমারও তাই-ফিরতেই হবে কলকাতায় । বিজয় । (সহাস্তে ) আপনাদের শুধু দৈবাৎ আলাপ এবং দৈবাৎ এক গাড়িতে আসাই নয়, আবার দৈবাৎ এক গাড়িতেই ফিরতে হবে । এমন দৈবাতের সমাবেশ এক সঙ্গে সংসারে দেখা যায় না । নরেন । এর মানে ? বিজয়। (নলিনীর প্রতি ) এর মানে দেবেন তে ওঁকে গাড়িতে বুঝিয়ে, মিস্ দাস । নলিনী । ( নরেনকে ) আপনার এখানকার কাজ সারা হলো ? বিজয় । না, সারতে পারেননি। গৃহস্থ এখানে সজাগ ছিল । কিন্তু তার বদলে একটি রোগী পেয়েছেন—ভরাডুবির মুষ্টিলত। ' নরেন । ( রাগিয়া ) আপনার যত ইচ্ছে আমাকে উপহাস করুন, কিন্তু সজাগ গৃহস্থকেও একদিন ঠকতে হয় জেনে রাখবেন । আপনাকে চারশো টাকাই এনে দেব, কিন্তু এ অন্যায় একদিন আপনাকে বিধবে । কিন্তু আর না- দেরি হয়ে যাচ্ছে মিস দাস, চলুন, এবার আমরা যাই । বিজয় | পরেশকে কেমন দেখলেন বললেন না ? নরেন । বিশেষ ভাল না। ওর খুব বেশী জর, পিঠে গলায় বেদন, এদিকে বসন্তু হচ্ছে, মনে হয় পরেশের বসন্ত হতে পারে । বিজয় । ( সভয়ে ) বসন্ত হবে কেন ? নরেন ; হবে কেন সে অনেক কথা । কিন্তু ওর লক্ষণ দেখলে ওই মনে হয় । যাই হোক ওর মাকে একটু সাবধান হতে বলবেন, আমি কাল কিংবা পরশু টাকা নিয়ে আসব, অবশ্য যদি পাই । তখন ওকে দেখে যাব । মিজয় । ( ব্যাকুল বিবর্ণমুখে ) নইলে আসবেন না ? আমারও নিশ্চয় বসন্ত হবে নরেনবাৰু। কাল রাত্তিরে আমারও খুব জর—আমারও গায়ে ভয়ানক ব্যথা । নরেন । ( হাসিয়া ) ব্যথা ভয়ানক নয়। ভয়ানক হুয়েছে সে আপনার ভয় । বেশ তো জরই যদি একটু হয়ে থাকে তাতেই বা কি ? এদিকে বসন্ত দেখা দিয়েছে বলেই যে গ্রামস্থদ্ধ সকলেরই হবে তার মানে নেই। বিজয় ৷ হলেই বা আমার কে আছে ? আমাকে দেখবে কে ? নরেন । দেখবার লোক অনেক পাবেন সে ভাবনা নেই, কিন্তু কিছু হবে না আপনার । °敏歌