পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*श्म धिं বিজয়ার শয়ন-কক্ষ [ অনুস্থ বিজয় বিছানায় গুইয়া, অনতিদূরে উপবিষ্ট পিতা-পুত্র রাসবিহারী ও বিলাসবিহারী । ঘরে অন্ত আসন নাই, রোগীর প্রয়োজনীয় সকল দ্রব্যই নিকটে রক্ষিত, ব্যস্ত পদক্ষেপে নরেন প্রবেশ করিল—তাহার মুখে উৎকণ্ঠার চিহ্ন। ] নরেন । কি ব্যাপার ? কালীপদর মূখে শুনলাম জর নাকি একটু বেড়েছে । তা হোক-কেমন আছেন এখন ? বিলাস । আপনি সকালে এসে নাকি ওঁকে বসন্তের ভয় দেখিয়ে গেছেন ? DDDSDDBB DD BB BBBBS BBB S S BBBB BBBS BBBBB একাংশে বসিল ] কোথায় ছিলেন এতক্ষণ ? কেন এত দেরি করে এলেন ? আমি যে সমস্তক্ষণ শুধু আপনার পথ চেয়ে ছিলুম। ( বিলাসের মুখের অবস্থা ভীষণ হইয়া উঠিল। নরেনের হাতখানা বুকের উপর টানিয়া লইয়া ) কিন্তু আমি ভাল না হওয়া পৰ্য্যন্ত কোথাও যাবেন না বলুন । আপনি চলে গেলে হয়ত আমি বঁচিব না। ( নরেন হতবুদ্ধি হইয়া, মুখ তুলিতেই দুই জোড়া ভীষণ চক্ষুর সহিত তাহার চোখাচোখি হইল-কালীপদ্ধ একবার পর্দার ফাক হইতে উকি মারিতেই বিলাস গৰ্জিয়া উঠিল । ) বিলাস । এই শুয়ার, এই জানোয়ার -একটা চেয়ার আন। [ কালীপদ ভয়ে হতবুদ্ধি হহয়৷ রহিল । ] রাসবিহারী । ( গম্ভীরস্বরে ) ও-ঘর থেকে একটা চেয়ার ময়ে এস কালীপদ । বাবুকে বসতে দাও (নরেন উঠিয়া পড়িল । শাস্তকণ্ঠে বিলাসের প্রতি ) রোগ মাহুষের ঘর—অমন hasty হ’য়ে না বিলাস । Temper lose করা কোনও ভদ্রলোকের পক্ষে শোভা পায় না । [ কালীপদ চেয়ার লইয়া প্রবেশ করিল । ] বিলাস । মাহুৰ এতে temper lose করে না তো করে কিসে শুনি ? হারামজাম্বা চাকর, বলা নেই, কওয়া নেই, এমন একটা অসভ্য লোককে ঘরে এনে ঢোকালে, যে ভদ্রমহিলার সম্মান পৰ্য্যস্ত রাখতে জানে না । [ বিজয়ার জরের ঘোরটা হঠাৎ ঘুচিয়া গেল । নরেনের হাত ছাড়িয়। সে দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল । ] রাস। আমি সবই বুঝি বিলাস, এ-ক্ষেত্রে তোমার রাগ হওয়া যে অস্বাভাবিক নয়—বরঞ্চ খুবই স্বাভাবিক তাও মানি, কিন্তু এটা তোমার ভাবা উচিত ছিল যে, পৰাই ইচ্ছা করে অপরাধ করে না। সকলেই যদি তন্ত্র রীতি-নীতি, আচার-ব্যবহার Wወቅm ههسهه