পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ জানত--তা হলে ভাবনা ছিল কি ? সেইজন্তু রাগ না করে শাস্তভাবে মানুষের দোষ-ত্রুটি সংশোধন করে দিতে হয়। বিলাস । না বাবা ! এরকম impertinence সহ হয় না । তা ছাড়া আবার এ-বাড়ির চাকরগুলো হয়েছে যেমন হতভাগা—তেমনি বজাত। কালই আমি ব্যাটাদের সব দূর করে তবে ছাড়ব । রাস । এর মন খারাপ হয়ে থাকলে যে কি বলে তার ঠিকানা নেই। আর ছেলেকেই বা দোষ দেব কি, আমি বুড়োমানুষ, আমি পৰ্য্যস্ত অমুখ শুনে কি রকম চঞ্চল হয়ে উঠেছিলুম। বাড়িতেই হ’লে একজনের বসন্ত—তার উপর উনি ভয় দেখিয়ে গেলেন । নরেন। না, আমি কোনরকম ভয় দেখিয়ে যাইনি । বিলাস । আলবত ভয় দেখিয়ে গেছেন । কালীপদ তার সাক্ষী আছে। নরেন। কালীপদ ভুল শুনেছে। [ বিলাস ক্ষিপ্ত হইয়া উঠিবে এমন সময় ] স্বাস । জাঃ কয় কি বিলাস । উনি যখন অস্বীকার করছেন তখন কি কালীপদকে বিশ্বাস করতে হবে ? নিশ্চয়ই ওঁর কথা সত্যি । বিলাস । তুমি বুঝছ না বাবা-( বিলাস বাধা দিতে চাহিল। ) রাস। এই সামান্ত অমুখেই মাথা হারিয়ো ন বিলাস । স্থির হও । মঙ্গলময় জগদীশ্বর যে শুধু আমাদের পরীক্ষা করার জন্যই বিপদ পাঠিয়ে দেন, বিপদে পড়লে তোমরা সকলের আগে এই কথাটাই কেন ভুলে যাও—আমি তো ভেবে পাইনে । (একটু স্থির থাকিয়া) আর তাই যদি একটা ভুল অমুখের কথা বলেই থাকেন, তাতেই বা কি ? কত পাস-করা ভাল ভাল বিচক্ষণ ডাক্তারেরও যে ভ্রম হয়, ইনি তো ছেলেমানুষ । যাক (নরেনের প্রতি ) জর তো তা হলে অতি সামান্তই আপনি বলছেন। চিন্তা করার কোনই কারণ নেই-এই তো আপনার মত । নরেন। আমার মতামতে কি আসে-যায় রাসবিহারীবাবু? আমার ওপর তো নির্ভর করছেন না। বরং তার চেয়ে কোন ভাল পাস-করা বিচক্ষণ ডাক্তার দেখিয়ে র্তার অভিমত নিন । বিলাল। (টেচাইয়া উঠিয়া) তুমি কার সঙ্গে কথা কইছ, মনে করে কথা ক’য়ো বলে দিচ্ছি । এ-ম্বর না হয়ে, আর কোথাও হলে তোমার বিদ্ধপ করা— বিজয় মূখ ফিরাইয়া ব্যথিত স্বরে } বিজয় । আমি যতদিন বাচব নরেনবাবু, আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। কিন্তু এরা যখন অস্তু ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করা স্থির করেছেন, তখন জার আপনি অনর্থক অপমান সইবেন না। WAGs