পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়ী মেলিয়া) তোমাকে বিদ্ধ উপেক্ষা করতে দেব না, ওষুধটা একবার পরীক্ষা করে দেখতেই হবে বলে দিচ্চি । বিজয় । কিন্তু এ যে অন্ধকারে ঢ়িল ফেলা দয়ালবাবু-রোগী না দেখে prescription Cool দয়াল। ইস, তাই বুঝি ! কাল যখন তুমি তোমাদের বাগানের রেলিঙ ধরে দাড়িয়েছিলে--তখন ঠিক তোমার স্বমুখের পথ দিয়েই যে তিনি হেঁটে গেছেন। তোমাকে ভাল করেই দেখে গেছেন—বোধ হয় অন্যমনস্ক ছিলে বলেই— বিজয় । তার কি পরনে সাহেবী পোষাক ছিল ? দায়াল। ঠিক তাই। দূর থেকে দেখলে ভুল হয়, বাঙালী বলে হঠাৎ চেনাই यांच्च न ! বিজয় । ( হালিয়া) ওটা আপনার অত্যুক্তি দয়ালবাবু স্নেহের বাড়াবাড়ি । দয়াল। স্নেহ করি—খুবই করি সত্যি। তবু কথাটা আমার বাড়াবাড়ি নয় মা । অত বড় পণ্ডিত লোক, কিন্তু কথাগুলি যেমন মিষ্টি তেমনি শিশুর মত সরল। কিছুতে যেতে দিতে ইচ্ছে করে না, মনে হয়ে আরও কিছুক্ষণ ধরে রেখে দিই । বিজয়া । ধরে রেখে দেন না কেন ? দয়াল । ( হাসিয়া ) সে কি হয় মা, তার কত কাজ, কত পরিশ্রম তাকে করতে হয়। তবু গরীব বলে আমাদের ওপর কত দয়া। স্ত্রী রুগ্ন, তাকে দেখতে প্রায় ওকে আসতে হয় । বিলাস প্রবেশ করিল ] বিলাস । ( বিজয়ার প্রতি ) কেমন আছ আজ ? বিজয়া । তালো আছি । বিলাস । ভালো তো তেমন দেখায় না । ( দয়ালের প্রতি ) আপনি এখানে করছেন কি ? দয়াল । মাকে একবার দেখতে এলাম । বিলাস । ( টেবিলের উপর prescription-টার প্রতি দৃষ্টি পড়ায় হাতে তুলিয়া লইয়া) prescription দেখছি যে কায় ? (পরীক্ষা করিয়া) নরেনের নাম দেখছি যে ! স্বয়ং ডাক্তারসাহেবের ! কিন্তু এটা এল কি করে । [ বিজয় ও দয়াল উভয়েই নীরব } বিলাস। শুনি না এল কি করে ? ভাকে নাকি ? ছ। ডাক্তার তো নরেন ভাক্তার ? তাই বুঝি এদের ওষুধ খাওয়া হয় না ; শিশির ওষুধ শিশিতেই পচে, তারপর ফেলে দেওয়া হয় ? তা না হয় হ’লো—কিন্তু এই কলির ধন্বন্তরিটি কাগজখানি পাঠালেন কি করে ? কার মারফতে ? কথাটা আমার শোনা দরকার। ళొరిg