পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बिछग्नां জাপনাকে জিজ্ঞাসা করি আমি, যখন জানেন দরকারী কাজ হওয়া চাই-ই, তখন নিজে কেন সেরে রাখেননি ? আপনি কেন চারদিন কাজ কামাই করলেন ? কি বিপদ আপনার হয়েছিল শুনি ? বিলাস। ( হতবুদ্ধি হইয়া) আমি নিজে খাতা সেরে রাখব ! আমি কামাই করলুম কেন ! বিজয় । ই, আমি জানতে চাই। মাসে মাসে দুশো টাকা মাইনে আপনি নেন। সে টাকা তো আমি শুধু শুধু আপনাকে দিইনে,- কাজ করবার জন্যই দিই। বিলাস । আমি চাকর ; আমি তোমার আমলা ? বিজয়া। কাজ করবার জন্য যাকে মাইনে দিতে হয়, তাকে ও ছাড়া আর কি বলে ? আপনার অসংখ্য অত্যাচার আমি নিঃশব্দে সয়ে এসেছি। কিন্তু যত সহ করেছি অন্যায়-উপদ্রব ততই বেড়ে গেছে। যান, নীচে যান। প্রভূ-তৃত্যের সম্বন্ধ ছাড়া আজ থেকে আপনার সঙ্গে আর আমার কোন সম্বন্ধ থাকবে না। যে নিয়মে আমার অপর কৰ্ম্মচারীর কাজ করে, ঠিক সেই নিয়মে কাজ পারেন করবেন, নইলে আপনাকে আমি জবাব দিলুম, আমার কাছারিতে আর ঢোকবার চেষ্টা করবেন না । বিলাস । লাফাইয়া উঠিয়া-দক্ষিণ হস্তের তর্জনী কম্পিত করিতে করিতে ) তোমার এত দুঃসাহস ? বিজয় । দুঃসাহস আমার নয়, আপনার । আমার এস্টেটেই চাকরি করবেন, আর আমার উপরেই জুলুম করবেন! আমাকে ‘তুমি বলবার অধিকার কে আপনাকে দিয়েছে ? আমার চাকরকে আমারই বাড়িতে জবাব দেবার—আমার অতিথিকে জামারই চোখের সামনে অপমান করবার-- এসকল স্পৰ্দ্ধা আপনার কোথা থেকে জন্মাল ? বিলাস । ( ক্রোধে উন্মত্তপ্রায় হইয়া ) অতিথির বাপের পুণ্য যে সেদিন তার একটা হাত ভেঙে দিইনি। নচ্ছার বদমাইশ, জোচ্চোর, লোফার কোথাকার! আর কখনো ঘদি তার দেখা পাই— চীৎকার-শৰে ভীত হইয়া কানাই সিং প্রভৃতি দরজায় আসিয়া উকি মারিয়া দেখিতে লাগিল--বিজয় লজ্জিত হইয়া কণ্ঠস্বর সংযত এবং স্বাভাবিক করিয়া লইল। ] বিজয় । আপনি জানেন না, কিন্তু আমি জানি, সেটা আপনারই কত বড় সৌভাগ্য ৰে, উার গায়ে হাত দেবার অতিসাহস আপনার হয়নি। তিনি উচ্চশিক্ষিত আলোক। সেদিন তার গায়ে হাত দিলেও হয়ত তিনি একজন পীড়িত স্ত্রীলোকের বরের মধ্যে বিৰাম না করে সদ্ধ করেই চলে যেতেন । কিন্তু এই উপদেশটা আমার জুলবেন না ৰে ভৰিয়তে তার গায়ে হাত দেবার ইচ্ছা যদি আপনার থাকে তো পিছন ●g% so-so