পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়ী বাৰু আনেননি, এনেছি আমি । বললে, দয়াল কাজ করুন না করুন তাকে কেউ কিছু বলতে পারবে না ! ও আমাকে বলে আমলা ! বলে, ষে নিয়মে আমার অপর কৰ্ম্মচারীরা কাজ করে সেই নিয়মে কাজ করুন, নইলে চলে যান ! রাস । সে তো শুধু তোমাকে চলে যেতে বলেছে, আমার ইচ্ছে হচ্ছে তোমায় গলায় ধাক্কা মেরে বা’র করে দিই! বিলাস । জ্যা ! রাস। ছোট জাত তো আর মিছে কথা নয়! হাজার হোক সেই চাবার ছেলে তো! বামুন-কায়েতের ছেলে হলে ভয়তাও শিখতিস, নিজের ভালমন্দও বুঝতিস, হিতাহিত কাওস্তানও জন্মাত । যাও, এখন মাঠে মাঠে হাল-গর নিয়ে কুলক কয়ে বেড়াও গে ? উঠতে-বসতে তোকে পাখীপড়া করে শেখালাম যে, ভালোয় ভালোয় কাজটা একবার হয়ে যাক, তারপর বা ইচ্ছে হয় করিল, তোর সবুর সইল না, তুই গেলি BB BBBS BB BB BBBBB BBB S BBDD DD BBD BBBS তুই হাত বাড়িয়ে গেছিল তার নাকে বড়ি পাতে~মূখ্য কোৰাকার । মান-ইজ্জত সব গেল, এত বড় জমিদারীত্ব আশা-ভরসা গেল, মাসে মাসে ভূ-দুশো টাকা মাইনে BB DBB BBDB BB BBBSBB MBDD BBD BBB BBD DD BBS DBB আমার কাছে এসেছেন-চোখ বাড়িয়ে তার নামে নালিশ করতে! দূর হী—তোর আর মুখদর্শন করব না। [ বলিয়া রাসবিহারী নিজেই দ্রুতবেগে চলিয়া গেলেন, পিছনে পিছনে বিলাসও বিহালের স্তায় ধীরে ধীরে বাহির হইয়া গেল। ধীরে ধীরে বিজয়া প্রবেশ করিয়া টেবিলে মাথা নত করিয়া বসিল । দয়ালের প্রবেশ ] দয়াল। এ কি কাণ্ড করে বসলে মা! আর তাও আমার মত একটা হতভাগ্যের জন্তে ! আমি ষে লজ্জায়, সঙ্কোচে, অনুতাপে মরে যাচ্ছি। বিজয়ী। (মুখ তুলিয়া চোখ মুছিয়া) আপনি কি বাড়ি চলে যাননি ? দয়াল। যেতে পারলাম না মা। পাথরখর করে র্কাপতে লাগল, বারান্দার ওধারে একটা টুলের ওপর বসে পড়লাম। অনেক কথাই কানে এগ। বিজয়া। না এলেই ভাল হ’তো, কিন্তু আমি অন্তায় কিছু করিনি ; আপনাকে অপমান করার তার কোন অধিকার ছিল না। কাল ছিল বইকি মা। ৰে কাজ আমার করা উচিত ছিল করিনি, একটা চিঠি লিখে গুর কাছে দুট পৰ্যন্ত নিইনি—এসব কি আমার অপরাধ নয় । রাগ কি এতে মনিবের হয় না ? ספאס\