পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বিজয়া। কে মনিব, বিলাসবাৰু? নিজেকে কী বলতে আমার লঙ্কা করে দয়ালবাবু, কিন্তু ও দাবী ঘদি কারো থাকে সে আমারই। আর কারো নয়। দয়াল। ও-কথা বলতে নেই মা, রাগ করেও না। আমাদের মনিব যেমন তুমি তেমনি বিলাসবাবু। এই তো আমরা সবাই জানি। বিজয়া । সে জানা ভূল। আমি ছাড়া এ বাড়িতে আর কেউ মনিব নেই। দয়াল। শাস্ত হও মা, শাস্ত হও। বিলাসবাবু একটু ক্রোধী, অল্পেই চঞ্চল হয়ে পড়েন এই তার দোষ, কিন্তু মানুষ তো সৰ্ব্বগুণান্বিত হয় না, কোথাও একটু ক্ৰটি থাকেই। এইখানেই নলিনীর সঙ্গে আমার মেলে না। সেদিন রোগে তুমি শয্যাগত, তোমার ঘরের মধ্যে নরেনকে অপমান করার কথা শুনে নলিনী রাগে জলতে লাগল। বললে, এর আসল কারণ বিলাসবাবুর বিদ্বেষ। নিছক হিংসা আর বিদ্বেষ । বিজয়া । বিদ্বেষ কিসের জন্তে দয়ালবাৰু ? দয়াল। কি জানি, কেমন করে যেন নলিনীর মনে হয়েছে নরেনকে তুমি মনে মনে- করুণা—করে । এইটেই বিলাসবাবু কিছুতে সইতে পারছেন না। বিজয়া । কিন্তু করুণা তো তাকে আমি করিনি। আমার একটা কাজেও তো র্তার প্রতি করুণা প্রকাশ পায়নি দয়ালবাবু। দয়াল। আমিও তো তাই বলি। বলি, তেমন করুণা তো বিজয়া সকলকেই করেন । আমাকেই কি তিনি কম দয়া করেছেন । বিজয়া। দয়ার কথা ইচ্ছে হলে আপনার বলতেও পারেন, কিন্তু নরেনবাবু পারেন না। বরঞ্চ, বার বার ষা পেয়েছেন সে আমার নিষ্ঠুরতারই পরিচয় । সত্যি কিনা বলুন ! দয়াল । ( সলজে ) না না, সত্যি নয়-সত্যি নয়—তবে নরেন নিজে কতকটা তাই ভাবে বটে। সেদিন কালীপদকে দিয়ে তুমি আমার ওখানে তার microscopeটা পাঠিয়ে দিলে, নরেন জিজ্ঞেস করলে, কত টাকা দিতে বলেছেন । কালীপদ বললে, টাকার কথা বলে দেননি- এমনি । এমনি কি রে । কালীপদ বললে, ই্যা, এমনি নিয়ে যান, টাকা বোধহয় দিতে হবে না ! সত্যিই তো আর এ বিশ্বাস করা যায় ন-নিশ্চয় কালীপদর ভুল হয়েছে - এতেই নরেন রেগে উঠে বললে, তাকে বল গে স্বা, আমাকে দান করার দরকার নেই, ঠাট্টা করারও দরকার নেই। স্বা, ফিরিয়ে নিয়ে যা । বিজয়া। শুনেছি আমি কালীপদর মুখে । দয়াল। কিন্তু নলিনী তাকে বারণ করেছিল। ওর ধারণা নরেনের হয়ত কাজ আটকাচ্ছে ভেবেই বিজয়া পাঠিয়ে দিয়েছেন, নইলে উপহার বলেও লয়, বিক্রপ করার জন্ধেও নয়। ভেবেছেন হাতে-হাতে টাকা না নিয়ে যেদিন হোক পরে নিলেই হবে । আমারও তাই মনে হয় । বল ত মা, সত্যি নয় কি ? - - • אסי