পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शेिछद्रा রাস। এইযে মা বিজয়া। দয়ালবাবুও রয়েছেন দেখছি। ব'সো মা, ব'সো বলে । [ দয়াল সসন্ত্রমে নমস্কার করিলেন, বিজয়া উঠিয়া দাড়াইল । রাসবিহারী আসন গ্রহণ করিলে বিজয়া পুনরায় উপবেশন করিল । ] রাস। এ ভালই হ’লে যে দু'জনের সঙ্গে একত্রেই দেখা হ’লো। আরও আগেই আসতে পারতাম, কিন্তু বিলাসের হঠাৎ সদিগম্মীর মত হয়ে-মাথায়-মুখে জল দিয়ে বাতাস করে সে একটু মুস্থ হলে তবে আসতে পারলাম—তার মুখে সবই শুনতে পেলাম দয়ালবাবু। (দয়াল কি একটা বলিবার চেষ্টা করিতেই হাত নাডিয়া তাছাকে বাধা দিয়া ) না না না—তার দোষ-স্থালনের চেষ্টা করবেন না দয়ালবাবু। ষে আপনার মত সাধু ভগবৎ-প্রাণ ব্যক্তিকেও অসম্মান করতে পারে তার স্বপক্ষে কিছুই বলৰায় নেই। আপনার কৰ্ম্মশৈথিল্য প্রকাশ পেয়েছে,–কিন্তু তাতে কি ? লাহেবেরা বিলাসের কর্তব্যনিষ্ঠ, তায় কৰ্ম্মময় জীবনের শত প্রশংসা করুক, কিন্তু আমরা তো সাহেব নয়, কৰ্ম্মই তো আমাদের জীবনের সবখানি অধিকার কয়ে নেই! কিন্তু ও শান্তি পেল কার কাছে ? দেখছেন দয়ালবাবু করুণাময়ের করুণা-ও শাস্তি পেলে তারই কাছে যে তার ধৰ্ম্ম-সঙ্গিনী, আত্মা যাদের পৃথক নয়। দীর্ঘজীবী হও মা, এই তো চাই ! এই তো তোমার কাছে আশা করি ! ( ক্ষণকাল পরে ) কিন্তু এই কথাটা আমি কোনমতে তেবে পাইনি বিজয়া, বিলাস আমার মত খোলাভোলা, সংসার-উদাসী লোকের ছেলে হয়ে এতবড় কৰ্ম্মপটু পাৰা বিষয়ী হয়ে উঠল কি করে ? কি যে তার খেলা, কি যে সংসারের রহস্য কিছুই বোঝবার জো নেই মা ! দয়াল। র্তর দোষ নেই রাসবিহারীবাবু, আমারহ ভারী অন্যায় হয়ে গেছে। এই তরুণ বয়সেই কি যে তার কর্তব্যনিষ্ঠা, কি যে তার চিত্তের দৃঢ়তা তা বলতে পারিনে। আমাকে তিনি উচিত কথাই বলেছেন। রাস। উচিত কথা ? এবার আমি সত্যিই দুঃখ পাব দয়ালবাৰু। আপনি ভক্তিমান, জ্ঞানবান, কিন্তু বয়সে আমি বড়। এ আমি জানি, সংসারে অত্যন্ত বন্ধটা কিছুরই তালো নয়। এ-ও জানি, বিলাসের কৰ্ম্ম-অস্ত প্রাণ, এখানে সে অন্ধ, কিন্তু তাই বলে কি মানীর মান রাখতেও হবে না ? না না, আমি বুড়োমানুষ, সে তেজও নেই, জোরও নেই—এ আমি ভালো বলতে পারব না। নিজের ছেলে বলে তো এ-মুখ দিয়ে মিথ্যে বার হবে না দয়ালবাবু! দয়াল। সাধু সাধু ! রাস । এ তালই হয়েছে মা । আমি অপার আনন্দ লাভ করেছি যে, বিলাস তার সৰ্ব্বোত্তম শিক্ষাটি আজ তোমার হাত থেকেই পাবার স্বৰোগ পেলে। কিন্তু কি ভ্রম দেখছেন দয়ালবাবু, আনন্দে এমনি আত্মহারা হয়েছি যে, আমার মাকেই శ్రీ శ్రీ