পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বোঝাতে যাচ্ছি। ষেন আমার চেয়ে তিনি তার কম মঙ্গলাকাঙ্ক্ষিণী । আজ এত আনন্দ তো শুধু এইজন্তেই যে, তোমার কাজ তুমি নিজের হাতে করেছ । তার সমস্ত শুভ যে শুধু তোমার হাতেই নির্ভর করছে। তার শক্তি, তোমার বুদ্ধি। সে ভার বহন করে চলবে, তুমি পথ দেখাবে। জগদীশ্বর ! ( চোখ তুলিয়া) ইল! চারটে বাজে ষে ! অনেক কাজ এখনো বাকী, আলি মা বিজয়া ! আমি দয়ালবাবু। ( প্রস্থানোস্তুত ) দয়াল। চলুন আমিও ধাই। রাস । কিন্তু আসল কথাটাই ম্বে বলা হয়নি। ( ফিরিয়া আসিয়া উপবেশন করিলেন) তোমার এই বুড়ো কাকাবাবুর একটি অনুরোধ তোমাকে রাখতে হবে। বলে রাখবে ? বিজয়া। বলুন কি ? রাস । লজিায়, ব্যথায়, অনুতাপে সে দগ্ধ হয়ে যাচ্চে । কিন্তু এ-ক্ষেত্রে তোমাকে একটু কঠিন হতে হবে। সে এসে ক্ষমা চাইলেই ষে ভুলে যাবে সে হবে না। শাস্তি তার পূর্ণ হওয়া চাই। অন্ততঃ একটা দিনও এই দুঃখ সে ভোগ করুক এই আমার অকুরোধ । বিজয়া । বিলাসবাৰু কি হঠাৎ অন্ধস্থ হয়ে পড়েছিলেন ? রাস । না, সে আমি বলব না—সে কিছু নয়—ও-কথা শুনে তোমার কাজ নেই। ৰিজয়া । কালীপদ ? [ কালীপদ প্রবেশ করিল ] कॉलौश्रृंक् । श्रां८छ বিজয়া । বিলাসবাবু অফিস ঘরে আছেন, একবার তাকে ডেকে আনে । কালীপদ । যে আঞ্জে — রাস । ( সস্নেহ মৃত্ন ভংগনার স্বরে ) ছি মা ! শুনে পারলে না থাকতে ? এখুনি ডেকে পাঠালে ? ( হাসিয়া দয়ালের প্রতি ) ঠিক এই ভয়টিই করেছিলুম দয়ালবাবু। সে ব্যথা পাচ্ছে শুনলে বিজয়া সইতে পারবে না-তাই বলতে চাইনি-কি করে যে মুখ দিয়ে বেরিয়ে গেল—কিন্তু আমি বাধা দেব কি করে ? মা ষে আমার করুণাময়ী ! এ ষে সংসারের সবাই জেনেছে । জাঙ্কন দয়ালবাবু দয়াল। চলুন যাই। [ কালীপদ প্রবেশ করিল ] কালীপদ্ধ। ছোটবাবু বাড়ি চলে গেছেন, তাকে ডেকে জানতে লোক গেল। DD S BB BSBS S DD BBB BS BBB BB BBB BS BDDDSLL SS ' mፀ