পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ নরেন। না না, তাকে বারণ করে দাও গে -আমি দয়ালবাবুর ওখানে চা খাব। কালীপদ । কিন্তু মা দুঃখ করবেন ষে ! নরেন । না, দুঃখ করবেন না । তাকে বলে গে আজ আমার সময় নেই। কালীপদ । বলছি, কিন্তু তিনি কখখনো শুনবেন না। [ কালীপদ প্রস্থান করিল, অন্য দ্বার দিয়া বিজয়া প্রবেশ করিল । ] নরেন। অমন করে হঠাৎ চলে গেলেন যে বড় ? বিজয়া। কেমন করে চলে গেলুম শুনি ? নরেন । যেন রাগ করে । বিজয়া। আপনার চোখের দৃষ্টিট খুলেছে দেখছি তা হলে । আচ্ছা, সেই ভূতের কাহিনীটা শেষ করুন এৰায় । নরেন । কোন ভূতের কাহিনী ? বিজয়া। সেই যে পাগলা ভূতটা দিনকতক আপনার কাধে চেপেছিল ? সে নেবে গেছে তো ? নরেন । ( সহাস্তে ) ও:–তাই ? ই সে নেবে গেছে। বিজয়া । যাক তা হলে বেঁচে গেছেন বলুন। নইলে আর কতদিন যে আপনাকে এই পথে ঘোড়দৌড় করিয়ে বেড়াত কে জানে। কালীপদ । ( নরেনকে দেখাইয়া ) উনি চা খাবেন না । বিজয়া । ( কালীপদকে ) কেন খাবেন না ? যা তুই ঠিক করে আনতে বলে fη ζήί [ কালীপদ প্রস্থান করিল ] নরেন। আমাকে মাপ করবেন, আজ আমি চা খেতে পারব না । বিজয়া। কেন পারবেন না ? —আপনাকে নিশ্চয় খেয়ে যেতে হবে । নরেন। (মাথা নাড়িয়া ) না না,—সে ঠিক হবে না। সেদিন তাদের কথা দিয়েছিলুম আজ এসে তাদের বাড়িতে খাব। না খেলে তারা বড় দুঃখ করবেন । বিজয়া । তারা কে ? দয়ালবাবুর স্ত্রী, না নলিনী ? নরেন। দু’জনেই দুঃখ পাবেন । হয়ত আমার জন্যে অয়োজন করে রেখেছেন । বিজয়া। আয়োজনের কথা থাক, কিন্তু দুঃখ পেতে বুঝি শুধু তারাই আছেন, আর কেউ নাই নাকি ? rr নরেন। আর কেউ কে, দয়ালবাবু ? ( হাসিয়া ) না না, তিনি বড় শাস্ত মাছন্নসাদাসিধে নিরীহ লোক। তা ছাড়া ওঁকে তো এ-বাড়িতেই দেখলুম। তাকে ভয় ८नऐ, क्खि छैइीं दछ ब्रांशं कब्रह्दन । 3Յնք