পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ আপনার কথাগুলো সব এত বঁকি যে মনে হয় সোজা কথা বলতে কখনো শেখেননি । বিজয়া । শিখব কি করে, মাস্টার তো ছিল না । নরেন । আবার সেই বাকা কথা । বিজয়া । ( হাসিয়া ফেলিল ) কিন্তু আপনি যাবেন কখন ? যাওয়া জাজ না হয় নাই হ’লো, কিন্তু পড়ানো না হলে যে ভয়ানক ক্ষতি ! নরেন। জাবার সেই! চললুম। (টুপিটা হাতে লইয়া কয়েক পদ অগ্রসর হইয়া, দ্বারের নিকটে সহসা থমকাইয়া দাড়াইয়া ) একটা কথা বলবার ছিল, কিন্তু ভয় হয় পাছে রাগ করে বসেন ! বিজয়া। রাগই যদি করি তাতে আপনার তাবনা কি ? দেন শোধ করুন বলে চোখ রাঞ্জাব সে জো-ও নেই। ভয়টা আপনার কিসের ? নরেন । আবার তেমনি বাক কথা ! কিন্তু শুকুন। এখানে এসে পৰ্য্যস্ত আপনি বহু সংকাৰ্য্য করেছেন । কত দুঃখী প্রজার খাজনা মাপ করেছেন, কত দরিদ্রকে দান করেছেন, ধৰ্ম্মমন্দিয় প্রতিষ্ঠা করেছেন— বিজয়া। এসব শোনালে কে ? নলিনী ? নরেন। ইl, তার মুখেই শুনেছি। কত দরিদ্র কত কি পেলে আমি কি কিছু পাব না ? অামাকে সেই মাইক্রসকোপটা আজ উপহার দিন, কাল-পরপ্ত দামটা তার পাঠিয়ে দেব। বিজয়া। দাম দিয়ে উপহার নেবার বুদ্ধি আপনাকে কে যোগালে ? নলিনী ? নরেন । না না, তিনি নয়। তিনি শুধু বলছিলেন সেটা আপনার তো কোন কাজে লাগল না, কিন্তু তিনি পেলে অনেক কিছু শিখতে পারেন—সে শিক্ষা পরে তার অনেক কাজে লাগবে । বিজয়া। অর্থাৎ, সেটা গিয়ে পৌছবে তার হাতে ? আমি বেচলে আপনি নিয়ে গিয়ে তাকে উপহার দেবেন—এই তো প্রস্তাব ? নরেন । না না, তা নয় । কিন্তু সেটা আপনারও কোন কাজে এল না, অথচ সকলেরই চক্ষুশূল হয়ে রইল। তাই বলছিলুম— বিজয় । বলার কোন দরকার ছিল না নরেনবাৰু। আপনার টাকার অভাব নেই, দোকানেও মাইক্রসকোপ কিনতে পাওয়া যায়। কিনেই যদি উপহার দিতে হয় তাকে বাজার থেকে কিনেই দেবেন। এটা আমার চক্ষুশূল হয়েই আমার কাছে থাক । 艇 नtइन । क्रूिंबिधग्न । क्रुिरङ चाब्र कध cनरे । चां*नि निबर्षक निष्णद्र७ नमब्र नडे कब्रtइन, আমারও করছেন। আরও তো কাজ আছে। 鬣歌