পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়ী খাই । ( কৰ্ম্মচারীদের লক্ষ্য করিয়া) তোমরা সকলেই বয়োজ্যেষ্ঠ, তোমাদের মঙ্গল কামনা কখনো নিস্ফল হবে না । শুধু দয়াল নয়, তোমাদের কাছেও আমি কৃতজ্ঞ । কিন্তু চল সকলে ঘাই, মাকে বিশ্রাম করার একটু অবসর দিই। { সকলের একে একে প্রস্থান ] বিজয়ী বালা-জোড়া হাত হইতে খুলিয়া ফেলিল এবং নিঃশব্দে ফিরিয়া আসিয়া টেবিলে মাথা রাখিয়া উপবেশন করিল। ক্ষণেক পরে পরেশ প্রবেশ করিয়া ক্ষণকাল নীরবে চাহিয়া রহিল— ] পরেশ । মা গো ! বিজয়া । ( মুখ তুলিয়া ) কি রে পরেশ ? পরেশ । তোমার যে বিয়ে হবে গো ! বিজয়া । বিয়ে হবে ? কে তোকে বললে ? পরেশ । সবাই বলছে । এই যে আশীৰ্ব্বাদ হয়ে গেল আমরা সবাই দেখতু । বিজয় । কোথা দিয়ে দেখলি ? পরেশ । ওই জোরের ফাক দিয়ে। আমি, মা, সতুর পিসী—সবাই । দু-গোগু। পয়সা দাও ন মা, একটা ভালো নাটাই কিনব—(জানলার বাহিরে দৃষ্টিপাত করিয়া) উই গো! ডাক্তারবাৰু বায় মা। হনহন করে চলচে ইন্টিশানে— বিজয় । ( দ্রুতপদে জানালার কাছে আসিয়া বাহিরে চাহিয়া ) পরেশ, ধরে আনতে পারৰি ওঁকে ? তোকে খুব ভাল লাটাই কিনে দেব। পরেশ । দেবে তো মা ? পরেশ দৌড় মারিল। পরেশের মা মৃদুপদে প্রবেশ করিল। ] পরেশের মা। আজকে কিছু খাবে না দিদিমণি ? একফোটা চা পৰ্য্যস্ত ষে খাওনি ! ( টেবিলের কাছে আসিয়া বালা-দুটা হাতে তুলিয়া লইয়া ) একি কাণ্ড! আজকের দিনে কি হাত থেকে সরাতে আছে দিদিমণি ! তোমার যে ভুলো মন, হয়ত এইখানে ফেলে চলে যাবে, যার চোখে পড়বে সে কি আর দেবে – তোমার পরেশকে কিন্তু একটা আঙটি গড়িয়ে দিতে হবে দিদিমণি, তার কতদিনের সখ । বিজয় । আর তোমাকে একটা হার-না ? পরেশের মা । তামাসা করছ বটে, কিন্তু না নিয়েই কি ছাড়ব ভেবেছ ? বিজয়া। না, ছাড়বে কেন, এই তো তোমাদের পাবার দিন । পরেশের মা। সত্যি কথাই তো ! এসব কাজকর্মে পাব না তো কবে পাব বল তো ? এক বাট চা আর কিছু খাবার নিয়ে আসব ? না হয় তোমার শোবার ঘরে চল, জামি সেখানেই দিয়ে আসি গে। বিজয়া। তাই যাও পরেশের মা, আমার শোবার ঘরেই দাও গে। குழ்9 eeسوچ