পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়ী কালীপদ । আঞ্জে মা’র। আজ সারাদিন উনি প্রায় কিছুই খাননি। নরেন । তাই সেগুলো এখন আমাকে গিলতে হবে ? দেখুন, অন্তায় হচ্ছে-এতটা জুলুম আমার পরে চালাবেন না। বিজয়া। কালীপদ, তুই নিজের কাজে যা । ষা জানিস্নে তাতে কেন কথা বলিস্ বল তো ? ( নরেনের প্রতি ) চলুন, ওপরের ঘরে। নরেন। চলুন, কিন্তু ভারী অন্যায় আপনার। [ সকলের প্রস্থান । ] डौिग्न झुश्व বিজয়ার শয়ন-কক্ষ [ বিজয়া ও নরেন প্রবেশ করিল। একটা টেবিলের উপর বন্ধবিধ ভোজ্যবন্ত বিজয়া হাত দিয়া দেখাইয়া— ] বিজয়া । খেতে বস্থন । নরেন । ( বসিতে বসিতে ) এইখানে আপনারও কেন খাবার এনে দিক না । সারাদিন তো খাননি ? বিজয়া। খাইনি বলে এইখানে এনে দেবে ? আপনি কে যে আপনার স্বমুখে এই টেবিলে বসে আমি খাব! বেশ প্রস্তাব ! নরেন । আমার সব কথাতেই দোষ ধরা আপনার স্বভাব । তা ছাড়া এমনি রূঢ়ভাষী যে আপনার কথাগুলো গায়ে ফোটে । এত শক্ত কথা বলেন কেন ? বিজয়া। শক্ত কথা বুঝি আর কেউ আপনাকে বলে না ? নরেন। না, কেউ না। শুধু আপনি । ভেবে পাইনে কেন এত রাগ ? বিজয় । সেই ভাঙা মাইক্রস্কোপটা আমাকে ঠকিয়ে বিক্রী করা পৰ্য্যস্ত আমার রাগ আর যায় না-আপনাকে দেখলেই মনে পড়ে। নরেন। মিছে কথা, সম্পূর্ণ মিছে কথা। বেশ জানেন আপনি জিতেছেন। বিজয়। বেশ জানি জিতিনি, সম্পূর্ণ ঠকেছি। সে হোক গে–কিন্তু আপনি খেতে বন্ধন তো। সাতটার ট্রেন তো গেলই, ন’টার গাড়িটাও কি ফেল করবেন ? নরেন । না না, ফেল করব না, ঠিক ধরব । নরেন আহারে মন দিল। কালীপদ উকি মারিল— ] কালীপদ । মা, আপনার খাবার স্বায়গা কি— \9螺●