পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छिप्लो নিলেও আপনার আত্মসাৎ করায় অধৰ্ম্ম হবে না। তা ছাড়া ফিরিয়ে নিয়ে কি করব বলুন ? আপনার জন কেউ নেই যে তারা বাস করবে। বাইরে কোথাও-নাকোথাও কাজ না করলে আমার চলবে না, তার চেয়ে যে ব্যবস্থা হয়েছে সেই তো সবচেয়ে ভালো। আরও এক কথা এই যে, বিলাসবাবুকে কিছুতেই রাজী করাতে পারবেন না । বিজয়া । নিজের জিনিসে অপরকে রাজী করানোর চেষ্টা করার মত অপৰ্য্যাপ্ত সময় আমার নেই। কিন্তু আপনি তো আর এক কাজ করতে পারেন। বাড়ি যখন আপনার দরকার নেই, তখন তার উচিত মূল্য আমার কাছে নিন। তা হলে চাকরিও করতে হবে না, এবং নিজের কাজও স্বচ্ছন্দে করতে পারবেন। আপনি সম্মত হোন লরেনবাবু। এই মিনতিপূর্ণ কণ্ঠস্বর নরেনকে মুগ্ধ করিল। ] নরেন। আপনার কথা শুনলে রাজী হতেই ইচ্ছে করে, কিন্তু সে হয় না। কি জানি কেন আমার বহুবার মনে হয়েছে, বাবার ঋণের দায়ে বাড়িটা নিয়ে মনের মধ্যে আপনি মুখী হতে পারেননি, তাই কোন একটা উপলক্ষ স্বষ্টি করে ফিরিয়ে দিতে চান । এ দয়া অামি চিরদিন মনে রাখব, কিন্তু যা আমার প্রাপ্য নয় গরীব বলেই তা ভিক্ষের মত নেব কি করে ? বিজয়া । এ-কথায় আমি কষ্ট পাই জানেন ? নরেন। মহিষের কথায় মাহুষে কষ্ট পায় এ কি কখনো হতে পারে ? কেউ বিশ্বাস করবে ? বিজয়া । দেখুন, আপনি খোচা দেবার চেষ্টা করবেন না। আপনি কষ্ট পান এমনধারা কথা আমি কোনদিন বলিনি । নরেন । কিন্তু এই যে বলছিলেন ঠকিয়ে মাইক্রসকোপ বেচে গেছি! অতি শ্রুতিমধুর বাক্য না ? বিজয়া । ( হাসিয়া ) কিন্তু সেটা যে সত্যি । নরেন । ই, সত্যি বইকি ! বিজয়া। আপনি গরীব হ’ন, বড়লোক হ’ন, আমার কি ? আমি কেবল বাবার আদেশ পালন করবার জন্যই বাড়িটা আপনাকে ফিরিয়ে দিতে চাচ্ছি । নরেন। এর মধ্যেও একটু মিথ্যে রয়ে গেল—তা থাক। খুব বড় বড় পণ তো করলেন, কিন্তু বাবার হুকুম মত দিতে হলে কত জিনিস দিতে হয় তা জানেন? শুধু ওই বাড়িটাই নয়। বিজয়া। বেশ, নিন আপনার সম্পত্তি ফিরে । নরেন । (হাসিয়া মাথা নাড়িতে নাড়িতে ) খুব বড় গলায় দাবী করতে vt)