পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झुडोम्न शु বিজয়ার অট্টালিকা সংলগ্ন উদ্যানের একাংশ [ গৃহের কিছু-কিছু গাছের ফাকে-ফাকে দেখা যায়। পরেশ কোচড়ে মুড়িমৃডকি লইয়া আপন মনে চিবাইতে চিবাইতে চলিয়াছিল, পিছনে দ্রুতবেগে রাসবিহাৰী প্রবেশ করিলেন । ] রাস । এই হারামজাদা ব্যাটা । দাড়া,-- দাড়া বলছি । পরেশ । ( থমকিয়া দাড়াইয়া চাহিল ) এজ্ঞে ? রাস । এঙ্গে ! হারামজাদা শুয়ার ! কেন এই নরেনটাকে তুই বাড়িতে ডেকে এনেছিলি ? পরেশ । মা-ঠাকরুণ বললে যে । রাস । মা-ঠাকরুণ বললে ষে ! কত রাত্রিরে সে ব্যাট বাড়ি থেকে গেল বল। পরেশ । আমি ত জানিনে বড়বাৰু। রাস। জানিসনে হারামজাদা ! বল তোর মা-ঠাকরুণ নরেনকে কি কি কথা বললে ? পরেশ । আমি ছিন্ত না বড়বাৰু! মা-ঠান বললে, এই নে পরেশ একট। টাকা, ভাল দেখে ঘুড়ি-নাটাই কিন গে। আমি ছুটে চলে গেছ । রাস । এখনো সত্যি কথা বল, নইলে পেয়াদা দিয়ে চাবকে তোর পিঠের চামড়া তুলে দেব। পরেশ । ( কঁাদ কঁদে হইয়া ) সত্যি বলছি জানিনে বড়বাৰু। নতুন দরোয়ান তোমাকে মিছে কথা বলেছে ! তুমি বরঞ্চ আমার মাকে জিজ্ঞেস করে গে। রাস । তোর মা ? সে বেট ধত নষ্টের গোড়া । তোকেও দূর করব, তাকেও দূর করব, পেয়াদা দিয়ে গলায় ধাক্কা দিতে দিতে । আর ঐ বেটা কালীপদ, তাকেও তাড়িয়ে তবে অামার কাজ । পরেশ । আমি কিছু জানিনে বড়বাবু। রাস । খবরদার । এসব কথা কাউকে বলবিনে। যদি শুনি তোর মা-ঠাকরণকে একটা কথা বলেছিস তে পিছমোড় করে বেঁধে দরোয়ানকে দিয়ে জলবিছুটি লাগাব । খবরদার বলছি একটা কথা কাউকে বলবিনে । যা— { রাসবিহারী ও দরোয়ান প্রস্থান করিল। আর একদিকে বিজয়ী প্রবেশ করিয়া পরেশকে ইঙ্গিতে কাছে আহ্বান করিল। ] Woo so-so