পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বিজয় । ই রে পরেশ, বড়বাৰু তোরে লাঠি দেখাচ্ছিল কেন রে ? কি করেছিল তুই ? পরেশ । বলতে মানা করে দেছে যে ! বলে, খবরদার বলছি হারামজাদা শুয়ার, একটা কথা তোর মা-ঠানকে বলবি তো তোরে সেপাই দিয়ে বেঁধে জলবিছুটি লাগাব । { বলিতে বলিতে সে কাদিয়া ফেলিল। বিজয়া সস্নেহে তাহার পিঠে হাত বুলাইয়া দিয়া বলিল— ] বিজয়া। তোর কিছু ভয় নেই পরেশ, তুই আমার কাছে কাছে থাকবি। কার সাধ্যি তোকে মারে । পরেশ । (চোখ মুছিয়া ) বড়বাবু বলে হায়ামজাদা শুয়ার, নরেনকে কেন ডেকে এনেছিলি বল। সে ব্যাট কত রাত্তিরে বাড়ি থেকে গেল বল। তোর মা-ঠাকরুণ তাকে কি-কি কথা বললে বল। তুমি ডাক্তারবাবুকে কি-কি বললে আমি কি জানি মrঠান ? তুমি টাকা দিলে আমি ছুটে ঘুড়ি-নাটাই কিনতে গেছু না । বিজয়া । তাই তো গেলি । পরেশ । তবে ? নতুন দরোয়ানজী কেন বলে আমি সব জানি। বড়বাবু বলে, তোকে আর তোর মাকে গলাধাক্কা দিয়ে দূর করে দেব। আর ঐ কালীপদটাকে, --তাকেও তাড়াব । বিজয়া। তুই যা পরেশ তোর ভয় নেই। বড়বাৰু ডেকে পাঠালে তুই স্বাসনে । পরেশ । আচ্ছা মা-ঠান, আমি কথখনো যাব না। দরোয়ান ডাকতে এলে ছুটে পালাবো—না ? বিজয় । হা, তুই ছুটে আমার কাছে পালিয়ে আসিস্ । পরেশ প্রস্থান করিল । ] রাসবিহারীর প্রবেশ ] রাস। তুমি মা এখানে। সকালেই বেরিয়েছ ? আমি বাড়িতে ঘরে ঘরে খুঁজে দেখি কোথাও বিজয়া নেই। বিজয়া। আপনি আজ এত সকালেই ষে ? রাস । মাথার উপরে যে নানা তার মা। একটা দুশ্চিন্তায় কাল ভালো করে যুতে পারিনি। কিন্তু তোমারও চোখ দুটি যে রাডা দেখাচ্ছে। ভাল ঘুম श्नमि বুঝি ? বিজয় । ঘুম ভালোই হয়েছে। রাস। তবে ? তবে ঠাণ্ড লেগেছে বোধ হয় ? बिधब्रां । न, ठांग्रजांहे अॉझेि ।