পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ দয়াল। অভিযোগ করিনি বিজয় ; কিন্তু মুখে বলছি বটে আনন্দের দায়িত্ব, তবু কেন জানিনে, কাজে উৎসাহ পাইনে, মন কেবল এর থেকে দূরে সরে থাকতে চায়। বিজয়া। কেন দয়ালবাৰু? দয়াল । তাও ঠিক বুঝিনে। জানি এ বিবাহে তুমি সন্মতি দিয়েছ, নিজের হাতে নামসই করেছ,—আগামী পূর্ণিমায় বিবাহও হবে, তবু এর মধ্যে যেন রস পাইনে মা। সেদিন আমার অসম্মানে বিরক্ত হয়ে তুমি বিলাসবাবুকে যে তিরস্কার করলে সে সত্যিই কঠোর ; তৰু, কেন জানিনে মনে হয় এর মধ্যে কেবল আমার অপমানই নেই, আরও কিছু গোপন আছে যা তোমাকে অহরহ বিধছে । ( কিছুক্ষণ মৌন থাকিয়া) তোমার কাছে সৰ্ব্বদা আসিনে বটে, কিন্তু চোখ আছে মা । তোমার মুখে আসন্ন-মিলনের স্বৰ্গীয় দীপ্তি কই,—কই সে সূর্যোদয়ের অরুণ আভা ? তুমি জানো না মা, কতদিন নিরালায় তোমার রাস্ত বিষণ্ণ মুখখানি আমার চোখে পড়েছে। বুকের ভেতর কান্নার ঢেউ উথলে উঠেছে— বিজয়া । না দয়ালবাবু ওসব কিছুই নয়। দয়াল । আমার মনের ভুল, না মা ? বিজয়া । ( মান হাসিয়া ) ভুল আছে বইকি । দয়াল । তাই ছোক মা, আমার ভুলই যেন হয়। এ-সময়ে বাবার জন্যে বোধ করি মন কেমন করে—না বিজয়া ? ( বিজয়া নীরবে মাথা নাড়িয়া সায় দিল । ) ( দীর্ঘনিশ্বাস ফেলিয়া ) এমন দিনে তিনি যদি বেঁচে থাকতেন ! বিজয়া । আমাকে কি জন্তে খুঁজছিলেন বললেন না তো দয়ালবাবু ? দয়াল । ও:–একেবারেই ভুলেছি । বিবাহের নিমন্ত্রণপত্র ছাপাতে হবে, তোমার বন্ধুদের সমাদরে আহবান করতে হবে, তাদের আনবার ব্যবস্থা করতে হবে—তাই তাদের সকলের নামখাম জানতে পারলে— বিজয়া । নিমন্ত্রণপত্র বোধকরি আমার নামেই ছাপানো হবে ? দয়াল । না মা, তোমার নামে হবে কেন ? রাসবিহারীবাবু বর-কন্যা উভয়েরই যখন অভিভাবক তখন তার নামেই নিমন্ত্রণ করা হবে স্থির হয়েছে। বিজয়া । স্থির কি তিনি করেছেন ? দয়াল । হা, তিনিই বইকি । বিজয় ৷ এও তিনিই স্থির করুন। আমার বন্ধু কেউ নেই। দয়াল । ( সবিস্ময়ে ) এ কেমন ধারা জবাব হলো মা ! এ বললে আমরা কাজের জোর পাব কোথা থেকে ? - বিজয়া। ই দয়ালৰাৰু, সেদিন নরেনবাবুকে কি আপনি এক তাড়া চিঠি দিয়েছিলেন ?