পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ সময় যায়নি। বরঞ্চ দু’জনের পরিচয় আরো একটু ঘনিষ্ঠ না হওয়া পৰ্যন্ত সহসা কিছু না বলাই উচিত । বিজয় । কিন্তু নলিনীর পক্ষে তো ক্ষতিকর হতে পারে । তার মনস্থির করতে হয়ত সময় লাগবে, কিন্তু ইতিমধ্যে নলিনীর— দয়াল। সত্যি কথা। কিন্তু আমার স্ত্রীর কাছে স্বতদুর শুনেছি তাতে,—না না, নরেনকে আমরা খুব বিশ্বাস করি । তার দ্বারা যে কোন ক্ষতি হতে পারে, তিনি ভুলেও যে কারো প্রতি অস্কায় করতে পারেন এ আমি ভাবতেই পারিনে। কিন্তু একি, কথায় কথায় যে তুমি অনেক দূরে এগিয়ে এসেছ। এতখানি যদি এলে, চল ন মা, তোমার এবাড়িটা একবার দেখে আসবে । নলিনীর মামী কত যে খুশী হবে তার সীমা নেই। বিজয় । চলুন, কিন্তু ফিরতে সন্ধ্যে হয়ে যাবে ষে । দয়াল। হ’লোই বা । আমি তার ব্যবস্থা করব । তা ছাড়া সঙ্গে কানাই সিং তো আছেই । উভয়ের প্রস্থান । ] डौिम्न झुश्रु দয়ালবাবুর বাটীর নিচের বারান্দা [ নলিনী ও নরেন। টেবিলের দুইদিকে দুইজনে বসিয়া, সম্মুখে খোলা বই দোয়াত কলম ইত্যাদি রক্ষিত । ] নলিনী। সত্যই মিস রায়ের বিবাহে আপনি উপস্থিত থাকবেন না ? এই ত মাত্র কটা দিন পরে, আর রাসবিহারীবাবু কি অনুরোধই না আপনাকে করেছেন। নরেন। তিনি করেছেন বটে, কিন্তু র্যার বিবাহ তিনি নিজে তো একটি মুখের কথাও বলেননি। নলিনী । বললে থাকতেন ? নরেন। না। থাকবার জো নেই আমার । স্বত শত্র সম্ভব নতুন চাকরিতে গিয়ে ৰোগ দিতে হবে । নলিনী । কিন্তু আমার বেলায় ? সেও থাকবেন না ? ' नtब्रन । शांकद । निभङ्गभं*छ *ांठां८वन, यग्नि छनछद नीं श्ब्र चांननांब्र दिवॉरए জামি উপস্থিত হবোই।