পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰই আপনাদের পূর্বাষ্ট্রেই জানিয়ে যাই। আমার কথা অবিশ্বাস করবেন না এই প্রার্থন । বিজয় । এখানকার কাজ ছেড়ে দিয়ে সাউথ আফ্রিকায় চলে যাবেন ? কিন্তু কেন ? নরেন । ( হাসিয়া ) বেশি মাইনে বলে । আমার কলকাতাও যা সাউথ আফ্রিকাও তো তাই । বিজয়া। তাই বই কি ! কিন্তু নলিনী কি রাজী হয়েছেন ? হলেও বা এত শীঘ্র কি করে যাবেন আমি তো ভেবে পাইনে। তাকে সমস্ত খুলে বলেছেন কি ? আর এত দূরে যেতেই বা তিনি মত দিলেন কি করে ? নরেন । দাড়ান, দাড়ান। এখনো কাউকে সমস্ত কথা খুলে বলা হয়নি वर्छं, केि खु বিজয় । কিন্তু কি ? না সে কোনমতেই হতে পারবে না। আপনারা কি আমাদের বাক্স-বিছানার সমান মনে করেন যে, ইচ্ছে থাক না থাক দড়ি দিয়ে বেঁধে গাড়িতে তুলে দিলেই সঙ্গে যেতে হবে ? সে কিছুতেই হবে না । তার অমতে কোনমতেই অত দূরে যেতে পারবেন না। নরেন। ( কিছুক্ষণ বিমূঢ়ের ন্যায় স্তন্ধভাবে থাকিয়া ) ব্যাপারটা কি আমাকে বুঝিয়ে বলুন তো? পরশু না কবে, এই নূতন চাকরির কথাটা দয়ালবাবুকে বলতে তিনিও চমকে উঠে এই ধরনের কি একটা আপত্তি তুললেন আমি বুঝতেই পারলুম না। এত লোকের মধ্যে নলিনীর মতামতের ওপরেই বা আমার যাওয়া না-যাওয়া কেন নির্ভর করে, আর তিনিই বা কিসের জন্তে বাধা দেবেন,—এসব যে ক্রমেই হেঁয়ালি হয়ে উঠছে । কথাটা কি আমাকে খুলে বলুন তো ! বিজয়া । ( ক্ষণেক পরে ধীরে ধীরে ) তার সঙ্গে একটা বিবাহের প্রস্তাব কি আপনি করেননি ? নরেন । আমি ? না কোনদিন নয় । বিজয়া । না করে থাকলেও কি করা উচিত ছিল না ? আপনার মনোভাব তো কারও কাছে গোপন নেই । নরেন । ( কিছুক্ষণ স্তন্ধ থাকিয়া ) এ অনিষ্ট কার দ্বারা ঘটেছে আমি তাই শুধু ভাবছি। তার নিজের দ্বারা কদাচ ঘটেনি। দু'জনেই জানি এ অসম্ভব। বিজয়া । অসস্তব কেন ? নরেন। সে থাক। একটা কারণ এই যে আমি হিন্দু এবং আমাদের জাতও এক নয় } বিজয় । জাত আপনি মানেন ? وي وه چي *