পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৪০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থ-পরিচয় শ্রীকান্ত (চতুর্থ পৰ্ব্ব) প্রথম প্রকাশ-১৩৩৮ বঙ্গাব্দেৰ ফাঙ্কন ও চৈত্র সংখ্যা এবং ১৩৩৯ বঙ্গাব্দের বৈশাখ হইতে মাঘ সংখ্যা ‘বিচিত্রা’ পত্রিকায় প্রথম প্রকাশিত । পুস্তকাকারে প্রথম প্রকাশ–.৩ই মার্চ, ১৯৩৩ । বামুনের মেয়ে প্রথম প্রকাশ–শিশির পাবলিশিং হাউস কর্তৃক প্রকাশিত ‘উপন্যাস-সিরিজ’-এর দ্বিতীয় বর্ষের প্রথম উপন্যাস ( ক্রমিক নং-১৩) হিসাবে প্রথম প্রকাশিত । প্রকাশকাল—আশ্বিন, ১৩২৭ বঙ্গব । পরে "গুরুদাস চট্টোপাধ্যায় এণ্ড সন্স’ এই গ্রন্থ প্রকাশ করেন । নিস্কৃতি প্রথম প্রকাশ-১৩২১ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা যমুনা’য় ইহার প্রথম অংশ ‘ঘরভাঙা' নামে সৰ্ব্বপ্রথম প্রকাশিত হয়। পরে ইহার সমগ্র অংশ ১৩২৩ বঙ্গাবের ভাদ্র, কাৰ্ত্তিক ও পৌষ সংখ্যা ‘ভারতবর্ষ'-এ প্রকাশিত হয় । পুস্তকাকারে প্রথম প্রকাশ–১লা জুলাই, ১৯১৭ । বিজয় (নাটক ) পুস্তকাকারে প্রথম প্রকাশ-২৪শে ডিসেম্বর, ১৯৩৪। ৬ই পৌষ, শনিবার, ১৩৪১ বঙ্গাব্দে 'স্টার রঙ্গমঞ্চে নবনাট্য-মন্দির কর্তৃক সর্বপ্রথম অভিনীত । ইহ ‘দত্তা’ উপন্যাসের নাট্যরূপ । ১৩২৪ বঙ্গাব্দের পৌষ হইতে চৈত্র ও ১৩২৫ বঙ্গাবের বৈশাখ হইতে ভাদ্র সংখ্যা ‘ভারতবর্ষ’-এ "দত্তা’ প্রথম প্রকাশিত হয় । পুস্তকাকারে ‘দত্তা’র প্রথম প্রকাশ–ভাদ্র, ১৩২৫ বঙ্গাব্দ (২রা সেপ্টেম্বর, ১৯১৮) । \ご。