পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*८थञ्च भवॆी ডাক্তার অন্ধকারে তাহার মুখের প্রতি দৃষ্টপাত করিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার কাকাবাৰু কি বলেন ? অপূর্ব কহিল, তিনি বলেন সবাসাচী একজন এ্যানার্কিস্ট । আমি যে সব্যসাচী এ সম্বন্ধে আপনার কোন সন্দেহ নেই।

  • नों } - -

এ্যালার্কিস্ট বলতে আপনি কি বোঝেন ? অপূর্ব এ প্রশ্নের হঠাৎ জবাব দিতে পারল না। একটু ভাবিয়া কহিল, অর্থাৎ কিনা রাজদ্রোহী,—যিনি রাজার শত্ৰু । ডাক্তার বললেন, আমাদের রাজা এ দেশে থাকেন না, থাকেন বিলাতে । লোকে বলে আতিশয় ভদ্রলোক । আমি তাকে কখনও চোখে দেখিনি, তিনিও আমার কখনও লেশমাত্র ক্ষতি করেননি। তার প্রতি বৈরীভাব আসবে আমার কোথা থেকে অপূৰ্ণবাবু ? m অপূর্ব কহিল, যাদের আসে, তাদেরই বা কি করে আসে বলুন ? তাদেরও ত তিনি কোন অনিষ্ট করেননি । ডাক্তার সবেগে মাথ নাড়িয়া কহিলেন, তাই আপনি যা বলচেন এদেশে তা নেই, একেবারে মিছে কথা ! র্তাহার কণ্ঠস্বরের প্রবলতায় ও অস্বীকার করিবার তীব্রতায় অপূর্ব চমকিয়া গেল। অবিশ্বাস করিবার সাহস তাহার হইল না, অথচ দেশে কিছু যে একটা আছেই, ছেলেবেলায় তাহারও গায়ে যে ইহার আঁচ লাগিয়া গেছে এবং ডেপুটী-ম্যাজিস্ট্রেট বাবা না থাকিলে কোথাকার জল যে কোথায় গিয়া গড়াইতে পারিত ইহা সে বড় বয়সে পদ পদে অনুভব করিয়াছে। একটু ভাবিয়া কহিল, রাজা না হোন রাজকৰ্ম্মচারীর বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্র ছিল একথা ত মিথ্যে নয় ডাক্তারবাৰু? ডাক্তার অনেকক্ষণ কোন উত্তর দিলেন না, তারপর ধীরে ধীরে বলিলেন, কৰ্ম্মচারীরা রাজার ভূত্য, মাইনে পায় হুকুম পালন করে । একজন যায় আর একজন আসে । এটা সহজ এবং মোটা কথা । কিন্তু এই সহজকে জটিল এবং মোটাকে নিরর্থক স্বল্প করে মাস্থ্য যখন দেখতে চায়, তখনই তার সবচেয়ে বড় ভুল হয় । সেইজন্যে তাদের আঘাত করাকেই রাজশক্তির মূলে আঘাত করা ব'লে আত্মবঞ্চনা করে। এত বড় মারাত্মক ব্যর্থতা আর নেই। অপূর্ণ একটু চুপ করিয়া কহিল, কিন্তু এই ব্যর্থ কাজ করবার লোক কি ভারতবর্ধে নেই ? • * 2 D (r هو سياستوالو