পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথের দাবী পোহাতে হচ্চে আমাকে । ভয় হয়, সারা জীবনটা না শেধে আমাকেই আপনার বোঝা বয়ে কাটাতে হয় ! কিন্তু রাত ত আর নেই, শোবেন কোথায় বলুন ত ? অপূৰ্ব্ব বিস্মিত হইয়া বলিল, বা, আমি তার জানি কি ? ভারতী কহিল, হোটেলে ডাক্তারবাবুর ধরে আপনার বিছানা করতে বলে এসেচি, ব্যবস্থ৷ বোধহয় হয়েছে ! কে নিয়ে যাবে ? আমি ত চিনিনে । আমিই নিয়ে যাচ্চি, চলুন ডাকাডাকি করে ৩াদের তুলিখে । চলুন, বলিয়া অপূৰ্ব্ব তৎক্ষণাৎ উঠিয়া দাড়াইল । একটু সঙ্কোচের সহিত কহিল, কিন্তু BBBB BBB BB ggKBB BBB BSBB BBB BBS BBB K BBS BBB চাই-ই, পরের বিছানায় আমি মরে গেলেও শুতে পারবো না । এই বলিয়া সে শয্য। হইতে তুলিতে যাইতেছিল, ভারত বাধা দিল। এতক্ষণে তাহর মলিন গম্ভীর মুখ স্নিগ্ধ কোমল হান্তে ভরিয়া উঠিল । কিন্তু সে তাহ গোপন করিতে মুখ ফিরাইয়া আস্তে আস্তে বলিল, এও তো পরের বিছানা অপূৰ্ব্ববাবু, ঘুণ বোধ না হওয়াই ত ভারি আশ্চৰ্য্য । কিন্তু তাহ যদি হয়, আপনার হোটেলে শুতে যাবার প্রয়োজন কি, আপনি এই খাটেতেই শোন । এ কথাটা সে ইচ্ছা করিয়াহ বলিল না যে, মাত্র ঘণ্ট-কয়েক পূৰ্ব্বেই তাহার দেওয়া অশুচি বস্ত্রে ভগবানের উপাসনা করিতেও ঘুণ বোধ হইয়াছিল । অপূৰ্ব্ব অধিকতর সঙ্কুচিত হইয়া উঠিল, বলিল, কিন্তু আপনি কোথায় শোবেন ? আপনার ত কষ্ট হবে! ভারতী ঘাড় নাড়িয়া কহিল, একটুও না । অঙ্গুলি দিয়া দেখাইয়া কহিল, শুই ছোট ঘরটায় যা হোক একটা কিছু পেতে নিয়ে আমি স্বচ্ছন্দে গুতে পারবো। শুধু কাঠের মেঝের উপরে হাতে মাথ। রেখে তেওয়ারীর পাশে কত রাত্রি কাটাতে হয়েচে সে তে৷ আপনি দেখতে পাননি ? অপূৰ্ব্ব একমাস পূর্বের কথা স্মরণ করিয়া বলিল, একটা রাত্রি আমিও দেখতে পেয়েচি, একেবারে পাইনি তা নয় । - ভারতী হাসিমুখে বলিল, সে কথা আপনার মনে আছে ? বেশ তেমনি ধারাই না হয় আর একটা রাত্রি দেখতে পাবেন । অপূৰ্ব্ব ক্ষণকাল আধোমুখে নীরবে থাকিয়া বলিল, তেওয়ারীর তখন ভয়ানক অস্বধ, — কিন্তু এখন লোকে কি মনে করবে ? ভারতী জবাব দিল, কিছুই মনে করবে না। কারণ, পরের কথা নিয়ে নিরর্থক মনে করবার মত ছোট মন এখানে কারও নেই । > S >