পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথের দাবী ম্যানেজার লোকটাকে পায় ত কান ধরিয়া টানিয়া আনিয়া দেখায় স্বদিনে যাহার। লক্ষ লক্ষ টাকা উপার্জন করিয়া দিয়াছে, আজ ছুঙ্গিনে তাহারা কি দুঃখই ভোগ করিতেছে! অপূৰ্ব্বদের বাটীর কাছে গরুর গাড়ির আডড, তাহার মনে পড়িল, এক জোড়া গরু সমস্ত জীবন ধরিয়া বোঝ। টানিয়া অবশেষে বৃদ্ধ ও অক্ষম হইয়া পড়িলে লোকটা তাহদের কসাইখানায় বিক্ৰী করিয়া দিয়াছিল । এই হৃদয়হীনতা নিবারণ করিবার উপায় নাই, লোকে করে না, কেহ করিতে চাহিলে সবাই তাকে পাগল বলিয়া উড়াইয়া দেয় । সেই পথ দিয়া যখনই সে গিয়াছে, তখনই এই BBS BBS BBS BBB BB BB BBBS BBB BB BBSBB BBB পিপাসায় এই বৰ্ব্বর নিষ্ঠুরতায় মামুষে আপনাকে আপনি কত ছোটই না প্রতিদিন করিয়া আনিতেছে । সহস। ভারতীর কথাটা স্মরণ করিয়া সে মনে মনে কহিল, ঠিক কথাই ত ! কে কোথায় করিতেছে—আমি ত করি না, অথবা, এমনিই ত হয়, এই ত চিরদিন হইয়া আসিতেছে—এই বলিয়াই ত এত বড় ক্রটির জবাবদিহি হয় না! গরু-ঘোড়া শুধু উপলক্ষ । এই হাত-ভাঙা পাঁচকড়িটাও তাই। আপনাকে যে বঁাচাইতে পারে মা তাহার হত্যায়, যে দুৰ্ব্বল তাহার পীড়নে, যে নিরুপায় তাহার লজ্জাহীন বঞ্চনায় এই যে মাতুষে আপনার হৃদয়-বৃত্তির জীবন হরণ করিতেছে, সকলের এই যে আত্মহত্যার অহোরাত্রব্যাপী উৎসব চলিতেছে, ইহার বাতি নিভিবে কবে ? এই সৰ্ব্বনাশা উন্ম তার পরিসমাপ্তি ঘটিবে কোন পথ দিয়া ? মরণের আগে কি আর তাহার চেতন। ফিরিবে না ! ঘরের একধারে মলিন শতচ্ছিন্ন শয্যায় ছেলে-মেয়ে দুটি মৃতকল্পের ন্তায় পড়িয়াছিল, ভারতী কাছে গিয়া তাহাদের গায়ে হাত দিয়া পরীক্ষা করিতে লাগিল । অপূৰ্ব্ব ভয়ে সেখানে যাইতে পারিল না, কিন্তু দরিদ্র, পীড়িত শিশু দুটির নি:শব্দ বেদনা তাহার বুকের মধ্যে যেন মুগুরের ঘা মারিতে লাগিল । সে সেইখানে দাড়াইয়া উচ্ছ্বসিত আবেগে আপনাকে আপনি বলিতে লাগিল, লোকে বলে, এই ত দুনিয়া ! এমনি ভাবেই ত সংসারের সকল কাজ চিরদিন হইয়া আসিয়াছে। কিন্তু এই কি যুক্তি ! পৃথিবী কি শুধু অতীতেরই জন্য ! মানুষ কি কেবল তাহার পুরাতন সংস্কার লইয়। অচল হইয়া থাকিবে । নতুন কিছু কি সে কল্পনা করিবে না। উন্নতি করা কি তাহার শেষ হইয়া গেছে ! যাহা বিগত, যাহা মৃত, কেবল তাহারই ইচ্ছ, তাহারই বিধান মানুষের সকল ভবিষ্যৎ, সকল জীবন, সকল বড় হওয়ার দ্বার রুদ্ধ করিয়া দিয়া চিরকাল ধরিয়া প্রভুত্ব করিতে থাকিবে । চলুন। অপূৰ্ব্ব চমকিয় দেখল, ভারতী। পাঁচকড়ি নীরবে আনমূখে দাড়াইয়াছিল, శ్రీt