পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথের দাবী সিড়ি কাঠের, আগুনের কথা মনে হইলে সন্দেহ হয় এতবড় সর্বাঙ্গ-সুন্দর জতুগৃহ বোধ করি রাজা দুর্য্যোধনও তার পাণ্ডব ভায়াদের জন্য তৈরী করিয়া উঠিতে পারে নাই। ইহায়ই অভ্যন্তরে এই স্থদুর প্রবাসে ঘর-বাড়ি, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ছাড়িয়া, বৌদিদিদের ছাড়িয়া, মাকে ছাড়িয়া থাকিতে হইবে স্মরণ করিয়া মুহূর্তের দুৰ্ব্বলতায় তাহার চোখে জল আসিতে চাহিল। সামলাইয়া লইয়া সে খানিকক্ষণ এঘর-ওঘর করিয়া একটা জিনিস দেখিয়া কিছু আশ্বস্ত হইল যে কলে তখন ৪ জল আছে । স্বান , ও রান্না দুইই হইতে পারে। দরওয়ান সাহস দিয়া জানাইল, অপব্যয় না করিলে এ সহরে জলের অভাব হয় না, যেহেতু প্রত্যেক দুই ঘর ভাড়াটিয়ার জন্য এ বাড়িতে একটা করিয়া বড় ক্রমের জলের চৌবাচ্চ উপরে আছে তাহা হইতে দিবারাত্রিই জল সরবরাহ হয়। ভরসা পাইয়া অপূৰ্ব্ব পাচককে কহিল, ঠাকুর, মা ত সমস্তই সঙ্গে দিয়েচেন, তুমি স্নান করে দুটি রাধবার উদ্যোগ কর, আমি ততক্ষণ দরওয়ানজীকে নিয়ে জিনিস-পত্র কিছু কিছু গুছিয়ে ফেলি । রস্বই-ঘরে কয়লা মজুত ছিল, কিন্তু বাধানে চুল্পী । নিকানো-মুছানো তেমন হয় নাই, পরীক্ষা করিয়া কিছু কিছু কালীর দাগ প্রকাশ পাইল । কে জানে এখানে কে ছিল, সে কোন জাত, কি রাধিয়াছে মনে করিয়া তাহার অত্যন্ত ঘৃণা বোধ হইল, ঠাকুরকে কহিল, এতে তে রাধ চলবে না তেওয়ারী, অন্ত বন্দোবস্ত করতে হবে। একটা তোলাউকুন হলে বাইরের ঘরে বসে আজকের মতে দুটো চাল-ডাল ফুটিয়ে নেওয়া যেত, কিন্তু এ পোড়া দেশে কি তা মিলবে ? দরওয়ান জানাইল কোন অভাব নাই, মূল্য পাইলে সে দশ মিনিটের মধ্যে অনিয়া হাজির করিতে পারে । অতএব সে টাকা লইয়া প্রস্থান করিল। ইতিমধ্যে তেওয়ারী রন্ধনের আয়োজন করিতে লাগিল এবং অপূৰ্ব্ব নিজে যথাযোগ্য স্থান মনোনীত করিয়া তোরঙ্গ বাক্স প্রভৃতি টানাটনি করিয়া ঘর সাজাইতে নিযুক্ত হইল । কাঠের আলনায় জামা-কাপড় স্কট প্রভৃতি গুছাইয়। ফেলিল, বিছানা খুলিয়। খাটের উপর তাহা পরিপাটি করিয়। বিছাইয়া লইল, তোরঙ্গ হইতে একটা নুতন টেবিল-ক্লথ বাহির করিয়া টেবিলে তিল কিছু কিছু বই ও লিখিবার সরঞ্জাম BBBB BBBS BB BBB BBS BBS BBS BBS BBB BBBB BBB তাহার দুই কোণে দুইটা কাগজ গুজিয়া দিয়া শোবার ধরটাকে অধিকতর আলোকিত এবং নয়নরঞ্জন জ্ঞান করিয়া সদ্যরচিত শয্যায় চিত হইয় পড়িয়া একটা নিশ্বাস মোচন করিল। ক্ষণেক পরেই দরওয়ান লোহার চুল্লী কিনিয়া উপস্থিত করিলে তাহাতে আগুন দিয়া খিচুড়ী এবং যাহা কিছু একটা ভাজা-বুজি যত শীঘ্র সম্ভব প্রস্তুত করিয়া ফেলিতে আদেশ দিয়৷ অপূর্ণ আর এক দফা বিছানায় গড়াইয়। লইতে 霹 استانها