পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ऋषब्र क्रांबैौ এড়ায় না, তুমি সকলের ভাল-মন্সই চিন্তা কর। সংসারে আমার আপনার কেউ নেই, তোমার পথের দাবী থেকে আমাকে বিদায় দিও না দাদা। অন্ধকারের মধ্যেই ডাক্তার বারংবার মাথা নাড়িয়া কহিলেন, ভগবানের কাজ থেকে বিদায় দেবার অধিকার কারও নেই, কিন্তু এর ধারা তোমাকে বদলে নিতে হবে । ভারতী কহিল, তুমিই বদলে দিয়ে। ডাক্তার এ প্রশ্নের উত্তর দিলেন না, সহসা ব্যগ্র হইয়া বলিলেন, ভারতী, আর আমার সময় নেই, আমি চললাম। এই বলিয়া অন্ধকার পথে মুহুর্তে অদৃত হইয়া গেলেন । - సిరి গাড়ি চলিবার উপক্রম করিতেই ভারতী অপূৰ্ব্বর বাসার ঠিকানা বলিয়া দিতে মূখ বাড়াইয়া কহিল, দেখো গাড়োয়ান, ত্রিশ নম্বর । তাহার কথা শেষ না হইতেই গাড়োয়ান বলিয়া উঠিল, আই নো । গাড়ির পরিসর ছোট বলিয়া দুজনে ঘোষাম্বেসি বসিয়াছিল, গাঙ্কোয়ানের মূখের ইংরাজী কথায় অপূৰ্ব্বর সমস্ত দেহ ষে শিহরিয়া উঠিল ভারতী তাহা স্পষ্ট অনুভব করিল। ইহার পরে প্রায় ঘণ্টাখানেক ধরিয়া ঘড়র ঘড়র ছড়র ছড়ং করিয়া ভাড়াটে গাড়ি চলিতেই লাগিল, কিন্তু উভয়ের মধ্যে কোন কথাই হইল না । অন্ধকার নিঃস্তৰ নিশীথে গাড়ির চাকা ও পথের পাথরের সংঘর্ষে যে কঠোর শব্দ উঠিতে লাগিল, তাহাতে অপূৰ্ব্বর সর্বাঙ্গে ক্ষণে ক্ষণে কাটা দিয়া কেবলই ভর হইতে লাগিল, পাড়ার কাহারও ঘুম ভাঙ্গিতে আর বাকি থাকিবে না এবং সহরের সমস্ত পুলিশ ছুটির আসিল বলিয়া । কিন্তু কোন দুর্ঘটনা ঘটিল না, গাড়ি আসিয়া বাসার দরজায় ৰামিল। ভারতী ভিতর হইতে গাড়ির দরজা খুলিয়া দিয়া অপূৰ্ব্বকে নামিতে ইঞ্জিত করিয়া নিজেও তাহার পিছনে পিছনে নামিয়া আসিয়া মৃত্ত্বকণ্ঠে জিজ্ঞাসা করিল, কত ভাড়া ? গাড়োয়ান একটুখানি হাসিয়া কহিল, নট এ পাই। পরক্ষণেই বার দুই মাৰা নাড়িয়া বলিল, গুড নাইট টু ইউ ! এই বলিয়া গাড়ি হাকাইয়া দিয়া সোজা বাহির হুইবা গেল। כלל