পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रेब्र९ गाहिज्रा-न७इ যাইতেছিল, হঠাৎ মনে পড়িল মা মাথার দিব্য দিয়া বলিয়া দিয়াছিলেন নামিয়াই একটা টেলিগ্রাফ করিয়া দিতে। অতএব, অবিলম্বে জামাটা গায়ে দিয়া প্রবাসের একমাত্র কর্ণধার দরওয়ানজীকে সঙ্গে করিয়া সে পোস্ট আফিসের উদ্দেশ্যে আর একবার বাহির হইয়া পড়িল, এবং তাঁহারই কথামত তেওয়ারী ঠাকুরকে আশ্বাস দিয়া গেল, ফিরিয়া আসিতে তাহার একঘণ্টার বেশী লাগিবে না, কিন্তু ইতিমধ্যে সমস্ত যেন প্রস্তুত হইয়া থাকে। আজ কি একটা খ্ৰীষ্টান পর্বোপলক্ষে ছুটি ছিল। অপূৰ্ব্ব পথের দুইধারে চাহিয়া কিছুদূর অগ্রসর হইয়াই বুঝিল এই গলিটা দেশী ও বিদেশী মেমসাহেবদের পাড়া এবং প্রত্যেক বাটতে বিলাতী উৎসবের কিছু কিছু চিহ্ন দেখা দিয়াছে। অপূৰ্ব্ব জিজ্ঞাসা করিল, আচ্ছা দরওয়ানজী, এখানে আমাদের বাঙালী লোকও ত অনেক আছে শুনেচি, র্তারা সব কোন পাড়ায় থাকেন ? প্রত্যুত্তরে সে জানাইল যে এখানে পাড়া বলিয়া কিছু নাই, যে যেখানে খুশি থাকে। তবে অপসর লোগ: এই গলিটাকেই বেশী পছন্দ করে। অপূৰ্ব্ব নিজেও একজন অপসর লোগ: কারণ সেও বড় চাকরি করিতেই এ দেশে আসিয়াছে, এবং আপনি গোড়া হিন্দু হওয়া সত্বেও কোন ধর্মের বিরুদ্ধে তাহার বিদ্বেষ ছিল না। তথাপি এইভাবে আপনাকে উপরে নীচে দক্ষিণে বামে বাসায় ও বাসার বাইরে চারিদিকেই খ্ৰীষ্টান প্রতিবেশী পরিবৃত দেখিয়া অত্যন্ত বিতৃষ্ণ বোধ করিল। জিজ্ঞাসা করিল, আর কি কোথাও বাসা পাওয়া যায় না দরওয়ান ? দরওয়ানজী এ বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল নহে, সে চিন্তা করিয়া যাহা সঙ্গত বোধ করিল, তাহাই জবাব দিল, কহিল, খোজ করিলে পাওয়া যাইতেও পারে, কিন্তু. এ ভাড়ায় এমন বাড়ি পাওয়া কঠিন। অপূৰ্ব্ব আর কিক্তি না করিয়া তাহারই নির্দেশ মত অনেকখানি পথ স্থাটির একটা ব্রাঞ্চ পোস্ট অফিসে আসিয়া যখন উপস্থিত হইল তখন মাত্রাঙ্গী তার-বাৰু টিফিন করিতে গিয়াছেন, ঘণ্টাখানেক অপেক্ষা করিয়া যখন র্তাহার দেখা মিলিল, তিনি ঘড়ির দিকে চাহিয়া বলিলেন, আজ ছুটয় দিন, বেলা ছুইটার পরে অফিস বন্ধ হইয়াছে, কিন্তু এখন দুটা বাজিয়া পনর মিনিট হইয়াছে। অপূৰ্ব্ব অত্যন্ত বিরক্ত হইয়া কহিল, সে দোষ তোমার, আমার নয়। আমি একঘণ্টা অপেক্ষা করিতেছি । লোকটা অপূৰ্ব্বর মুখের প্রতি চাহিয়া নিঃসঙ্কোচে কহিল, না, আমি মাত্র মিনিট দশেক ছিলাম না । অপূৰ্ব তাহার সহিত বিস্তর ঝগড়া করিল, মিথ্যাবাদী বলিয়া তিরস্কার করিল,