পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথের দাৰী নন এ-কথা আমি কিছুতেই মেনে নিতে পারব না। আমি সকলের কৰাই বলচিনে, কিন্তু সত্য সত্যই ধারা রাষ্ট্রনীতিবিদ -ৰধার্থই ধারা দেশের শুভাকাঙ্খী, তাদের সকল वभदे वार्ष वध ७-कथा नि:ग८कां८s चैौकांब्र कब्र कáन । मउ ७ष९ नष विलिष्ठ বলেই কাউকে ব্যঙ্গ করা সাজে না । তাহার কণ্ঠস্বরে গাম্ভীৰ্য উপলব্ধি করিয়া ডাক্তার চুপ করিলেন। পিছন হইতে একটা ষ্টিম লঞ্চ যথেষ্ট সাড়া-শব্দ করিয়া তাদের ক্ষুদ্র তরণীকে রীতিমত জোল জিম্বা বাহির হইয়া গেলে সব্যসাচী ধীরে ধীরে বলিলেন, ভারতী, তোমাকে ব্যথা দেওয়া আমার উদ্বেগু নয়, তোমার নমস্তগণকে উপহাস করাও আমার অভিপ্রায় নয় । তাদের রাজনীতিবিদ্যার পাণ্ডিত্য সম্বন্ধেও আমার ভক্তিও কম নেই, কিন্তু কি জানো দিদি, গৃহস্থ গরুকে যখন ধাটো করে বাধে, তখন তার সেই ছোট্ট জড়িচুকুর মধ্যে নীতি একটিমাত্রই থাকে। আমি সেইটুকু মাত্রই জানি । গরুর একান্ত নাগালের বাইরে খাদ্যবস্তুর প্রতি প্রাণপণে গলা এবং জিভ বাড়িয়ে লেহন করার চেষ্টার মধ্যে অবৈধতা কিছুমাত্র নেই, এমন কি অত্যস্ত আইনসঙ্গত। উৎসাহ দেবার মত হয়ে থাকলে দিতেও পারো, রাজার নিষেধ নেই, কিন্তু বৃষের এই আস্তরিক প্রবল উত্তম বাইরে থেকে স্বারা দেখে, তাদের পক্ষে হস্ত সম্বরণ করা কঠিন । ভারতী হাসিয়া ফেলিয়া বলিল, দাদা, তুমি ভারি ছই। বলিয়াই আপনাকে সংষত করিয়া কহিল, কিন্তু এ আমি ভেবে পাইনে, প্রাণ যার অহৰ্নিশি সরু স্বতোয় ঝুলছে সে কি করে হাসি-তামাসা করে পরের কথা নিয়ে । ডাক্তার সহজকণ্ঠে বলিলেন, তার কারণ, এ সমস্তার মীমাংসা পূর্বেই হয়ে গেছে ভারতী, যেদিন বিপ্লবের কাজে ৰোগ দিয়েচি। আর আমার ভাববারও নেই, নালিশ করবারও নেই। আমি জানি আমাকে হাতে পেয়েও যে রাজশক্তি ছেড়ে দেয়, হয় সে অক্ষম উন্মাদ, নয় তার ফাস দেবার দড়িটুকু পৰ্যন্ত নেই। ভারতী বলিল, তাই ত আমি তোমার সঙ্গে থাকতে চাই দাদা। আমি উপস্থিত ৰাকতে তোমার প্রাণ নিতে পারে সংসারে এমন কেউ নেই। এ আমি কোনমতেই হতে দেব না। বলিতে বলিতেই গল। তাহার চক্ষের পলৰে তারি হইয়। আসিল । ডাক্তার টের পাইলেন। নিঃশব্দে নিশ্বাস ফেলিক্স৷ বলিলেন, নৌকায় জোম্বার লেগেচে, ভারতী, পৌছতে আর আমাদের দেরি হবে না। প্রত্যুত্তরে ভারতী গুৰু কহিল, মরুকগে। কিছুই আমার ভাল লাগচে না। মিনিট দুই পরে জিজ্ঞাসা করিল, এভবড় রাজশক্তিকে তোমরা গায়ের জোরে টলাতে পারে একি ভূমি সত্যিই বিশ্বাস করে দাদা ? १०१