পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*iरषब्र भांरौ बां५णांब्र यांश्व cउांभांब्र थांभाषिक थिब ना ? ७३ पांडणाग्र कभ नक बब्र-नांद्रौ প্রতি বছর শুধু ম্যালেরিয়া জরে মরে । এক একটা বৃদ্ধ জাহাজের দাম জানো 7 এর একটার খরচে কেবল দশ লক্ষ মায়ের চোখের জল চিরদিনের তরে মোছানো যায়। ভেবেচ কখনো এ কথা ? দেখেচ কখনো বুকের মধ্যে মায়ের মূৰ্ত্তি । শিল্প গেল, বাণিজ্য গেল, ধৰ্ম্ম গেল, জ্ঞান গেল, নদীর বুক বুঙ্গে মরুভূমি হয়ে উঠেচে, চাবা পেট পুরে খেতে পায় না, শিল্পী বিদেশীর দুধারে মজুরি করে,—দেশে জল নেই, অল্প নেই, গৃহস্থের সৰ্ব্বোত্তম সম্পদ সে গোধন নেই,—দুধের অভাবে শিশুদের গুকিয়ে মরতে দেখেচ ভারতী ? ভারতী চীৎকার করিয়া থামাইতে চাহিল, কিন্তু গল দিয়া তাহার শুধু একটা অঙ্কুট अक वांश्व्रि श्ल भांब ।। সব্যসাচীর সেই ধীর সংযত কণ্ঠস্বর কোন এক সময়ে অস্তহিত হইয়াছিল। বলিলেন, তুমি ক্রীশ্চান, মনে পড়ে একদিন কৌতুহলবশে ইয়োরোপের ক্রীস্টান সভ্যতার স্বরূপ জানতে চেয়েছিলে ? সেদিন ব্যথা দেবার ভয়ে বলিনি, কিন্তু আজ তার উত্তর দেব। তোমাদের কেতাবে কি আছে জানিনে, শুনেচি ভাল কথা ড়ের আছে, কিন্তু বহুদিন এক সঙ্গে বসবাস করে এর সত্যকার চেহারা আর আমার এতটুকু অগোচর নেই। লজ্জাহীন উলঙ্গ স্বার্থ এবং পশু-শক্তির একান্ত প্রাধান্তই এর মূল মন্ত্র । সভ্যতার নাম দিয়ে দুৰ্ব্বল, অক্ষমের বিরুদ্ধে এতবড় মূষল মানুষের বৃদ্ধি আর ইতিপূৰ্ব্বে আবিষ্কার করেনি। পৃথিবীর মানচিত্রের দিকে চেয়ে দেখ ইয়োরোপের বিশ্বগ্রাসী ক্ষুধা থেকে কোন দুৰ্ব্বল জাতিই আজ আর আত্মরক্ষা করতে পারেনি। দেশের মাটি, দেশের লম্পদ থেকে ছেলেরা বঞ্চিত হয়েচে কোন অপরাধে জানো ভারতী ? একমাত্র শক্তিহীনতার অপরাধে । অথচ স্থায়ধৰ্ম্মই সকলের বড় এবং বিজিতের অশেষ কল্যাণের জন্যেই এই স্বাধীনতার শৃঙ্খল তার পায়ে পরিয়ে সেই পন্থর সর্বপ্রকার দায়িত্ব বহন করাই ইয়োরপীয় সভ্যতার চরম কর্তব্য,—এই পরম অসত্য লেখায় বক্তৃতায় মিশনারির ধৰ্ম্মপ্রচারে ছেলেদের পাঠ্যপুস্তকে অবিশ্রাস্ত প্রচার করাই তোমাদের ক্রীশান সভ্যতার রাজনীতি । ভারতী মিশনারির হাতে মানুষ, অনেকের মহৎ চরিত্র সে যথার্থ-ই চোখে দেখিয়াছে ; বিশেষতঃ তাহার ধর্মবিশ্বাসের প্রতি এইরূপ অহেতুক আক্রমণে সে ব্যথা পাইয়া বলিল, দাঙ্গা, ষে জন্তেই হোক তোমার শাস্ত বৃদ্ধি আজ বিক্ষিপ্ত হয়ে আছে । ক্রীশচান-ধৰ্ম্ম প্রচার করতে যারা এদেশে এসেচেন তাদের সম্বন্ধে তোমার চেয়ে আমি ঢের বেশি জানি। তাদের প্রতি তুমি আজ নিরপেক্ষ স্থবিচার করতে ጳውጭ هoحسب مجالا