পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ পারিল, কিন্তু কথা বুঝিতে পারিল না, বুঝাষ্টয়া দিল তেওয়ারী। কছিল, কে বললে আমাদের খাওয়া হয়নি? হয়ে গেছে, এ-সপ ভূমি নিয়ে যাও, বাবু শুনলে ভায়ি রাগ করবেন বলচি । - অপূৰ্ব্ব নিঃশব্দে উঠিয়া আসিয়া দাড়াইল, কহিল, কি হয়েচে তেওয়ায়ী ? মেয়েটি চৌকাঠের এদিকে ছিল, তৎক্ষণাৎ সরিয়া গেল! তখন সেইমাত্র সন্ধ্যা হইয়াছে, আলো জালা হয় নাই, সিডির দিক হইতে একটা অন্ধকার ছায়া ভিতরে আসিয়া পড়িয়ছে, তাহাতে মেয়েটিকে বেশ স্পষ্ট দেখা না গেলেও বুঝা গেল। তাহার রঙ ইংরাজদের মত সাদা নয়, কিন্তু খুব ফসর্ণ । বয়স উনিশ-কুড়ি কিম্বা কিছু বেশীও হইতে পারে, এবং একটু লম্ব বলিয়াই বোধ হয় কিছু রোগ দেখাইল । উপরের ঠোঁটের নীচে স্বযুখের গত দুটি একটু উচু মনে না হইলে মুখখানি বোধকরি ভালই। পায়ে চটি জুতা, পরণে চমৎকার একখানি মাদ্রাজী শাড়ি,—সম্ভবতঃ উৎসব বলিয়া,–কিন্তু ধরণটা কতক বাঙালী, কতক পার্শিদের মত। একটি জাপানী সাজিতে করিয়া কয়েকটি আপেল, নাসপাতি, গুটি-দুই বেদান এবং একগোছা আঙ্গুর স্বমুখে মেজের উপর রহিয়াছে। অপূৰ্ব্ব কহিল, এ সব কেন ? মেয়েটি বাহির হইতে ইংরাজিতে আস্তে আস্তে জবাব দিল, আজ আমাদের পৰ্ব্বদিন, মা পাঠিয়ে দিলেন। তা ছাড়া, আজ ত আপনাদের খাওয়া হয়নি। অপূৰ্ব্ব কহিল, আপনার মাকে ধন্যবাদ জানাবেন, কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে । মেয়েটি চুপ করিয়া রহিল। অপূৰ্ব্ব জিজ্ঞাসা করিল, আমাদের খাওয়া হয়নি তাকে কে বললে ? মেয়েটি লজ্জিতস্বরে কহিল, ওই নিয়েই প্রথমে ঝগড়া হয় । তা ছাড়া আমরা জানি । অপূৰ্ব্ব মাথা নাড়িয়া কহিল, তাকে সহস্র ধন্যবাদ, কিন্তু সত্যই আমাদের খাওয়া হয়ে গেছে । মেয়েটি এক মুহূর্ত মৌন থাকিয়া বলিল, তা বটে, কিন্তু সে ভাল হয়নি। জার এসব ত বাজারের ফল—এতে ত কোন দোষ নেই। অপূৰ্ব্ব বুঝিল তাহাকে কোনমতে শান্ত করিবার জন্ত অপরিচিত দুই রমণীর উদ্বেগের অবধি নাই। অল্পক্ষণ পূৰ্ব্বে সে লাঠি ও গলার শব্দে তাহার মেজাজের যে পরিচয় দিয়া আসিয়াছে, তাহাতে কাল সকালে যে কি হইবে এই ভাবিয়াই তাহাকে প্রসন্ন করিতেই ইহারা এই ভেট লইয়া উপস্থিত হইয়াছে। তাই সদয়কণ্ঠে • So