পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ সুমিত্রার দুই চক্ষে কৃতজ্ঞতা উচ্ছ্বসিত হইয়া উঠিল। মুখে সে কিছুই বলিল না, কিন্তু তাহার সর্বাঙ্গ দিয়া এই কথাটাই ফুটিয়া বাহির হইল, সবই ত তোমার, কিন্তু লে কি তুমি ছোৰে ? ডাক্তার দৃষ্ট অপসারিত করিয়া কয়েক মূহূৰ্ত্ত স্তন্ধভাবে থাকিয়া ভাবিলেন, কৰি ! বলুন। ব্রাহ্মণ ভোজনটা একটু আগাম সেরে নিলাম বলে তুমি দুঃখ ক’রে না। কারণ, শুভক্ষণ যখন সত্যি এসে পৌছবে তখন দ্বিতীয়বার আর আমি ফুরসৎ পাবো না। কিন্তু সেদিন আসবে। নানাবিধ মুখাদ্যে পরিতৃপ্ত হয়ে আজ তোমাকে বর দিলাম, তুমি মুখী হবে। কিন্তু দুট কাজ তুমি কখনো ক'রো না। মদ খেয়ে না, আর রাজনীতিক বিপ্লবের মধ্যে যেয়ে না। তুমি কবি, তুমি দেশের বড় শিল্পী-রাজনীতির চেয়ে তুমি বড় এ কথা ভূলো না। শশী ক্ষুন্ন হইয়া কহিল, আপনি যাতে আছেন, আমি তার মধ্যে থাকলে দোষ হবে,—আমি কি আপনার চেয়েও বড় ? ডাক্তার কহিলেন, বড় বই কি ! তোমার পরিচয়ই ত জাতির সত্যকার পরিচয় । তোমরা ছাড়া এর ওজন হবে কি দিয়ে ? একদিন এই স্বাধীনতা-পরাধীনতার সমস্তার মীমাংসা হবেই,–এর দুঃখ-দৈনন্দিন কাহিনী সেদিন জনশ্রুতির অধিক মূল্য পাবে না, কিন্তু তোমার কাজের মূল্য নিরূপণ করবে কে ? তুমিই ত দিয়ে যাবে দেশের সমস্ত বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত ধারাকে মালার মত গেঁথে । নুমিত্রী মৃদুহাস্তে বলিল, কবে গথিবেন সে উনিই জানেন, কিন্তু তুমি কথা গেথেগেঁথে যে মূল্য ওঁর এখনি বাড়িয়ে দিলে, ভারতী সামলাবে কি করে ? শুনিয়া সবাই হাসিল, ডাক্তার কহিলেন, শশী হবে আমাদের জাতীয় কবি । হিন্দুর নয়, মুসলমানের নয়, খ্ৰীষ্টানের নয়,—শুধু আমার বাঙলা দেশের কবি। সহস্ৰ নদ-নদী প্রবাহিত আমার বাঙলা দেশ, আমার মুজলা, মুফলা, শস্য-শুীমলা মাঠের পরে মাঠে-ভরা বাঙলা দেশ। মিথ্যা রোগের দুঃখ নেই, মিথ্যা দুর্ভিক্ষের ক্ষুধা নেই, বিদেশী শাসনের মৃদুঃসহ অপমানের জালা নেই, মনুষ্যত্ব-হীনতার লাঞ্ছনা নেই,-তুমি হবে শশী, তারই চারণ কবি, পারবে না ভাই ? ভারতীর সর্বাঙ্গ কণ্টকিত হইয়া উঠিল, শশী ভ্ৰাতৃ সম্বোধনের মাধুর্ঘ্যে বিগলিত হইয়া বলিল, ডাক্তার, চেষ্টা করলে আমি ইংরাজিতেও কবিতা লিখতে পারি। ७मन केि-- ডাক্তার বাধা দিয়া বলিয়া উঠিলেন, না না, ইংরাজি নয়, ইংরাজি নয়,—শুধু বাঙলা, শুধু এই সাত কোটি লোকের মাতৃভাষা ! শশী, পৃথিবীর প্রায় সকল ভাষাই १९३