পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/২৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৰেৱ জাৰী জ্যামেকা ক্লাব ভোর রাত্রে পুলিশে ঘেরাও করে,—তিনজন পুলিশ আর আমাদের বিনোদ মারা গেছে। দুই ভাই মহতপ ও স্থধ্য সিংহ এক সঙ্গে ধরা পড়েচে । অযোধ্যা হংকঙে—দুর্গ, সুরেশ পেনাঙে—সিঙ্গাপুরের জ্যামেকা ক্লাবের জন্তে পুলিশ সমস্ত সহর তোলপাড় করে বেড়াচ্চে। মোট মুসংবাদটা এই ! খবর শুনিয়া কৃষ্ণ আইয়ার পাণ্ডুর হইয়া গেল। তাহার মূখ দিয়া শুধু বাহির হইল, ড্যন্‌ ! ডাক্তার কহিলেন, ওরা দুভাই যে রেজিমেন্ট ছেড়ে কবে এবং কেন সাংহাইয়ে এলো জানিনে ৭ মুমিত্র, ব্রজেন্দ্র বাস্তবিক কোথায় জানো কি ? প্রশ্ন শুনিয়া সুমিত্রা পাথর হইয়া গেল । জানো ? প্রথমে তাহার গলা দিয়া কিছুতেই স্বর ফুটিল না, তাহার পরে ঘাড় নাড়িয়া কেবল বলিল, না । কৃষ্ণ আইয়ার কহিল, সে একাজ করতে পারে আমার বিশ্বাস হয় না। ডাক্তার ই, না কিছুই বলিলেন না,—নিঃশব্দে স্থির হইয়। বসিয়া রহিলেন । শশী কহিল, ব্রজেন্দ্র জানে আপনি হাট-পথে বর্শা থেকে বেরিয়ে গেছেন । ডাক্তার এ কথারও উত্তর দিলেন না, তেমনি স্তব্ধ হইয়া রহিলেন । মুধের শব্দ নাই, বাক্য নাই, মুক্তির মত সকলে নিঃশব্দে বসিয়া । সম্মুখে টেলিগ্রাফের সেই কাগজগুলা পড়িয়া। বাতি পুড়িয়া নিঃশেষ হইতেছিল, শশী আর একটা জালিয়া মেঝের উপর বসাইয়া দিল । মিনিট দশেক এইভাবে কাটিবার পরে প্রথম চেতনার লক্ষণ দেখা দিল আইয়ারের দেঃে । সে পকেট হইতে সিগারেট বাহির করিয়া বাতির আগুনে ধরাইয়া লইয়া ধয়ার সঙ্গে দীর্ঘশ্বাস ছাড়িয়া বলিল, নাউ ফিনিশ ড । - ডাক্তার তাহার মূধের প্রতি চাছিলেন । প্রত্যুত্তরে সিগারেটে পুনশ্চ একটা বড় টান দিয়া শুধু ধূম উদগীরণ করিল। শশী মদ খাইত, কিন্তু তামাকের স্থা লম্ব করিতে পারিত না । এখন সে খামোক একটা চুরুট ধরাইয়া ঘন ঘন টানিয়া ঘর অন্ধকার করিয়া তুলিল । আয়ার কহিল, ওয়াস্ট'ল্যকৃ ৷ উই মস্ট স্টপ ! শশী কহিল, আমি আগেই জানতাম । কিছুই হবে না, শুধু— ডাক্তার সহসা প্রশ্ন করিলেন, তুমি কবে যাবে বললে ? বুধবারে ? সুমিত্র মুখ তুলিয়া চাহিল না, মাথা নাড়িয়া কহিল, ই। শশী পুনরায় বলিল, এতবড় পৃথিবী জোড়া শক্তিমান রাজশক্তির বিরুদ্ধে ३**e