পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अब्र६-जांहिछ-नर©यह ভারতী বলিল, এই দুৰ্য্যোগে তোমার একার কাব্যের জালাতেই আমরা সম্বন্ত ছয়ে আছি। আবার ভগ্নদূত কিসের জন্তে ? শশী কহিল, ভগ্নদূত তুচ্ছ নয় ভারতী, সে না হলে অভবড় মেঘনাদবধ কাব্য রচনাই হোত না । দেখি, ইনি কোন কাব্য রচনা করেন । এই বলিয়া ভারতী উকি মারিয়া দেখিল অপূৰ্ব্বর তৃত্য বাহিরের কবাট ধূলিতে যে ব্যক্তি প্রবেশ করিল সে সত্যই হীরা সিং। ক্ষণেক পরে আগন্তুক উপরে আসিয়া সকলকে অভিবাদন করিল এবং হাতজোড় করিয়া সব্যসাচীকে প্রণাম করিল ! পরণে তাহার সেই অতি সুপরিচিত সরকারী উদ্ধি, সরকারী চাপরাশ, সরকারী মুরাঠা, কোমরে টেলিগ্রাফ পিয়নের চামড়ার ব্যাগ,—এ সমস্তই ভিজিয়া ভারি হইয়া উঠিয়াছে। বিপুল দাড়ি-গোফ বহিয়া জল ঝরিতেছে বঁ হাত দিয়া নিঙড়াইয়া বোধ হয় নিজেকে কিঞ্চিৎ হাল্কা করিবার চেষ্টা করিল এবং তাঁহারই ফাক দিয়া অস্ফুটধ্বনি শুনা গেল, রেডি। ডাক্তার লাফাইয়া উঠিলেন, থ্যাঙ্ক ইউ ! থ্যাঙ্ক উই সরদারজি ! কখন ? নাউ। এই বলিয়া সে সকলকে পুনশ্চ অভিবাদন করিয়া নীচে যাইতেছিল, কিন্তু সকলেই সমস্বরে চীংকার করিয়া উঠিলেন, কি হয়েচে সরদারজী ? কি নাউ ? অথচ সবাই জানিত এই মানুষটির গলায় ছুরি দিলে রক্ত ছুটবে, কিন্তু বিনা হকুমে কথা ফুটিবে না। সুতরাং উত্তরের পরিবর্তে তাহার ঘন কৃষ্ণ শ্মশ্ৰ-গুম্ফ ভেদ করিয়া গুটিকয়েক দাত ছাড়া আর যখন কিছু বাহির হইল না, তখন বিস্ময়াপন্ন কেহই হইল না। সবাই জানিত, ইহার নিন্দ-খ্যাতি, মান-অপমান, শত্রু-মিত্র নাই ; দেশের কাজে সব্যসাচীকে সে সর্দার মানিয়া এ জীবনের সমস্ত ভালমন্দ, সমস্ত মুখদুঃখ বিসর্জন দিয়া কঠোর সৈনিক-বৃত্তি মাথায় তুলিয়া লইয়াছে। আর তাহার তর্ক নাই, আলোচনা নাই, সময়-অসময়ের হিসাব নাই, কিছু একটা কঠিন কাজের ভার ছিল, কর্তব্য পালন করিয়া নিঃশব্দে বাহির হইয়া গেল। ইহাদের কৌতুহল নিবৃত্তি করিয়া ডাক্তার নিজে যাহা বলিলেন, তাহা সংক্ষেপে এইরূপ— ক্ষতি এবং অনিষ্ট কত ষে হইয়াছে দূর হইতে নিরুপণ করা শক্ত । সম্ভবতঃ, ষথেষ্ট হইয়াছে। কিন্তু যতই হৌক দুটা কাজ তাহাকে করিতেই হইবে। তাহাদের জ্যামেকা ক্লাবের ষে অংশটা সিঙ্গাপুরে আছে তাহাকে বাচাইতেই হইবে। এবং যেখানে হৌক এবং যেমন করিয়া হৌক, ব্রজেক্সকে তাহার খুজিয়া বাহির করিতেই হইবে । নদীর দক্ষিণে সিরিয়মের সন্নিকটে একখানা চীনা জাহাজ মাল বোঝাই করিয়া দেশে চলিয়াছে, কাল অতি প্রতুবেই তাহ ছাড়িয়া বাইবে, ইহাতেই কোনমতে একটা স্থান পাওয়া গিয়াছে । সেই সংবাদই হীরা সিং এইমাত্ৰ দিয়া গেল । १♚♚