পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৩৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ

  • ाट*ब्र वांछिद्म नबौदबांबू बाझे फैॉक बाहे८न शान, cष८७ डैब्रि! न-नभजन । कठनिन দেখে এসেছি, খাওয়া তাদের আমাদের চেয়ে মন্দ নয় । তাদের চলে যাচ্চে, আর আমাদের তিন-চারজনের খাওয়া-পরা চলবে না !

মায়ের আর ধৈর্ধ্য রইলো না, একটা বিত্র কটুক্তি করে চেচিয়ে উঠলেন-যা দূর হ আমার স্বমুখ থেকে। তোর নিজের সংসার হলে গিল্পীপনা করিস, কিন্তু আমার সংসারে কথা কইলে বাড়ি থেকে বার করে দেবো । মেয়ে একটু হেসে বললে, বেশ তো মা, তাই দাও। বাবার হাত ধরে আমি চলে যাই, তুমি আর দাদা বাবার সমস্ত পেনসন নিয়ে যা ইচ্ছে করে, আমরা কেউ কথা কব না । আমি যে-কোন একটা মেয়ে স্কুলে চাকরি করে আমার বুড়ে বাপকে খাওয়াতে পারবো । , মা আর কথা কইলেন না, দেখতে দেখতে র্তার দুচোখ উপচে অশ্রীর ধারা গড়িয়ে পড়লো । মেয়ে বাপের হাতে একটু চাপ দিয়ে বললে, বাবা, চলো না যাই । সন্ধ্যে হয়ে যাবে। অবিনাশ পা বাড়াতেই আলোকলতা আঁচলে চোখ মুছে ধরা-গলায় বললেন, জার একটু দাড়াও। তোমার এ কি ভীষ্মের প্রতিজ্ঞ । এর কি নড়াচড় নেই ? অবিনাশ ঘাড় নেড়ে বললেন, না । সে হবার জো নেই। দেখো, আমি তোমার স্ত্রী, তোমার স্থখ-দুঃখের ভাগী - অবিনাশ বাধা দিলেন, বললেন, তা যদি সত্যি হয় তো আমার মুখের ভাগ এতদিন পেয়েছে, এবার আমার দুঃখের ভাগ নাও না । আলোক বললেন, রাজি আছি, কিন্তু সমস্ত মান-ইজৎ বজায় রেখে এতগুলো টাকায় চলে না, এই সামান্ত ক'টা পেনসনের টাকায় চালাবো কি করে ? অবিনাশ বললেন, মান-ইজং বলতে যদি বড়মামুষি বুঝে থাকো ত চলবে না, জামি স্বীকার করি। নইলে সঞ্জীববাবুরও চলে । কিন্তু তোমার মেয়ে ? উনিশ-কুড়ি বছর হলো, তার বিয়ে দেবে কি করে ? মেয়ের সমস্তার সমাধান করতে শাশ্বতী বললে, মা, আমার বিয়ের জন্ত তুমি ভেবে না। যদি নিতান্তই ভাবতে চাও তো বরঞ্চ ভেবে সঞ্জীববাৰু কি করে তার দুই মেয়ের বিয়ে দিয়েছেন । - উত্তর শুনে মায়ের আর একবার ধৈর্ধ্যচ্যুতি ঘটলে । সজল চক্ষু দৃপ্ত হ’লো, ধরা গঙ্গা মুহুর্ভে তীক্ষ হয়ে কণ্ঠস্বর গেল উচুপর্দায় চড়ে। বললেন, শাশ্বতী, পোড়ারমুখি, আমার স্বমুখ থেকে এখনো তুই দূর হয়ে গেলিনে কেন ? যা, যা বলছি। ৩৩২