পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ শাশ্বতী পাগলের মতো চেচিয়ে উঠলো,—উঃ—জগতে ধৃষ্টতার কি সীমা নেই বাবা! তুমি চলে এখান থেকে, নইলে, আমি মাথা খুঁড়ে মরবো। বলে, অৰ্দ্ধসচেতন বাপকে সে জোর করে টেনে নিয়ে বাড়ি থেকে বার হয়ে গেল । ১৭ই আশ্বিন, ১৩৪৪ সালের ‘বাতায়ন’ পত্রিকায় আশ্বিন সংখ্যায় শরৎচন্দ্র ইহার সুচনা করেন। পরে আরও নয়জন সাহিত্যিক মিলিয়া এই উপন্যাসটি রচনা সম্পূর্ণ করেন। পুস্তকাকারে প্রথম প্রকাশিত—বৈশাখ, ১৬৫৯ । veరిg