পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৩৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎসাহিত্য-সংগ্ৰহ কেটেকুটে দিয়ে দূর থেকে বলে ততটুকু হবে না, তবুও চেষ্টা করতে হবে বৈকি। আর যদি এবারেও শীতের পূৰ্ব্বে বেরিয়ে পড়তে পারি ত, তোমাদের ঐ খোটার দেশেও না হয় ১•১৫ দিনের জন্যে কাছাকাছি কোথাও একটা বাড়ি নিয়ে একটু সাহায্য করবার চেষ্টা করব । আর আমার সনাতন কুড়েমিই যদি সে সময়ে পেয়ে বসে ত ব্যস এই পর্যন্ত্যই । “মহিলারা ? তারা নিরাপদে থাকুন, তাদের অনেকের কাছেই তোমাকে বার করতে বোধ করি আমার প্রবৃত্তি হয় না। একটা কথা খুলে বলি। ঐ দূর থেকে শুনতেই...মহিলারা ! উচ্চ শিক্ষিতা ! দু’-চার জন ছাড়া আমাকে তারা মনে মনে ভারি ভয় করেন ; তাদের কেবলই মনে হয় আমি তাদের ভিতরটা বুঝি খুটিয়ে দেখে নিচ্ছি—তাই তারা আমার সামনে কিছুতে স্বস্তি পান না,-আস্তরটা তাদের এমনি কৃত্রিম, এমনি সঙ্কীর্ণতায় ভরা ! বস্তুতঃ এদের মত সঙ্কীর্ণ চিত্তের স্ত্রীলোক বাংলা দেশে আর নাই ! দিদি, আমি কোন কালে খাওয়া-ছোয়ার বাচ-বিচার করিনে, কিন্তু-মেয়েদের হাতে আমি কোন দিন কিছু খাইনে। শুধু খাই তাদের হাতে র্যাদের বাপ-মা দু’জনেই ব্রাহ্মণ এবং বিয়েও হয়েচে ব্রহ্মেণের সঙ্গে ।---সমাজভূক্ত হোন তাতে আসে যায় না, কিন্তু ঐ রকম মেশানে-জাত হলে আমি তাদের ছোয়া খাইনে। তারা বলে শরৎবাবু শুধু লেখেন বড় বড় কথা, কিন্তু বাস্তবিক তিনি ভারি গোড়া। আমি গোড়া নয় লীলা, কিন্তু শুধু রাগ করেই এদের হাতে খাইনে । আর এটাও দেখেছ বোধ হয়-‘মেয়েদের মধ্যে সাড়ে পোনর-আনাই কুরূপা । কেবল সাবান পাউডার আর জাম-কাপড়ের দ্বারা, আর নাকি খোনা গলায় কথা কয়ে যত দূর চলে ! কেবল ৪৷৫টি মেয়েকে দেখেচি তারা সত্যিই শ্রদ্ধার পাত্রী । তাদের বি. এ. পাশ করা সত্ত্বেও আমাদের বোনেদের সঙ্গে প্রভেদ করা যায় না। এতই ভাল, মনে হয় যেন তারা হিন্দুর মেয়ে হয়ে আজও আছেন। এই মেয়েদের নিন্দে করচি বলে হয়ত তোমার খুব রাগ হচ্চে, কিন্তু জানই ত দিদি, ভেতরে ভেতরে তোমাদের প্রতি আমার কত শ্রদ্ধা কত স্নেহ । শুধ তাদের স্বাকামি, বিদ্যের জাক আর কুসংস্কার-বর্জিত আলোর দম্ভ,—এবং যা সত্য নয়, তার ভান—এই দেখেই আমার এত অরুচি। তাদের কাছে তুমি হাসির পাত্রী হবে ? কি বলব, এদের ডজনখানেক গাড়ি বোঝাই করে যদি তোমাদের কানপুরে একবার চালান দিতে পারতাম ! আর কিছু না হোক ভায়ার কাজে লাগতে পারত। “দাদার মধ্যাদা ?” কি করে জানবে তোমার ত দাদা নেই! তোমার স্বামীর উদার মতের কথা শুনে ভারি খুশী হলাম। আমি তাকে ♚३●