পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৩৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্র-সঙ্কলন তোমাকে দেখিনি তবুও কেন জানি নে তোমার উপর আমার বড় স্নেহ জন্মেচে । ঐটে বোধ হয় তোমার কপালের লেখা। আমার এমন মনে হচ্চে যদি না এত কুঁড়ে হতুম ত হয়ত শীতকালে শুধু তোমাকেই দেখবার জন্তে কানপুরে যেতাম ; কিন্তু সে যে কখনো হবে না তাও বুঝি। তোমার ছেলে দুটিকে অনেক আশীৰ্ব্বাদ করচি। তারা মা-বাপের গুণ যদি পায় ত সংসারে সার্থক হবে। কিন্তু তোমার নিজের বেচে থেকে মাছধ করা চাই । মরে গেলে কিছুতে চলবে না! তা হলে আমারও বোধ হয় সত্যিই ভারি কষ্ট হবে। -कांक्षां বাজে শিবপুর, হাওড়া ২৭শে জুন, ২১ পরম কল্যাণীয়াস্থ-লীলা আজ তোমার চিঠি পেলাম । তোমাকে ৰে-জবাব দিইনি তা নিতান্তই সময়ের অভাবে । যথার্থই দিদি এখানে আমার এক মুহূর্তের সময় নেই। কংগ্রেসের কাজটা যদি সার্থক হয় ত আবার হয়ত সময় পাওয়া যাবে। আজকাল আমার সেই দু’বছর আগে মহাত্মা গান্ধীর সত্যাগ্ৰহ দিনের কথাগুলে। নিরস্তর মনে পড়ে। আমি ছিলাম একজন ভলানটিয়ার—আমার পাশের লোক এবং স্বমুখের ৬৭ জন যখন যান গিয়া' বলে গুলি খেয়ে মরে পড়ে গেল—তখন আমি পালাই নি, কিন্তু আমার লাগে নি। আজ মনে হয় তারও প্রয়োজন ছিল । -fक्षीं বাজে শিবপুর, হাওড়া ১৭ই মে, ১৯২৩ পরম কল্যাণীয়াস্ক,-কিছু কাল এখানে ছিলাম না। ঘন্টা-তিনেক হইল বরিশাল হইতে বাটী আসিয়া পৌঁছিয়া তোমার পোষ্টকার্ড পাইলাম। এই জন্যই যথাসময়ে চিঠির জবাব দেওয়া হয় নাই।“ हॉलैंौ ८जटल चांभांटक्द्र कवि कांछौ नजङ्गल छै८-iांन कब्रिग्नां भग्न-भग्न हऎञ्चांद्दछ् । বেলা ১টার গাড়িতে যাইতেছি, দেখি যদি দেখা করিতে দেয় ও দিলে আমার অনুরোধে যদি সে জাবার খাইতে রাজি হয়। না হইলে তার কোন আশা দেখি না। একজন गठाकांब्र कवि ! ब्रदिबांबू झांछ cबांश एव्र ७थन ८कए चांब ७उ बफ़ कवि नारे “ मृjष ፀom