পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৩৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ মাইটহুড নেন, তখন নাকি দাশ সাহেব কেঁদেছিলেন । এখন একবার তার দেখা পেলে জিজ্ঞাস করতাম, আজ আমাদের বুক দশ হাত কিনা বলুন। তোমার কাগজের নামই শুনেছি—কখনো চোখে দেখিনি। পাঠিও না দ্ব একখানা । তোমার এডিটর ত এখন জেলে । চালাও জোরসে ! তোমার নামতাক এখান থেকে শুনেই আমরা খুশী হই । আমার স্নেহাণীৰ্ব্বাদ জেনো ! ইতি—আশীৰ্ব্বাদক ঐশরৎচন্দ্র চট্টোপাধ্যায় i কেদারনাথ বন্দ্যোপাধ্যায়কে লেখ। ] বাজে শিবপুর, হাওড়া په لاسه و سه لا শ্রদ্ধাস্পদেষু—কেদারবাবু, আপনার অবস্থা শুনিলাম, এবার এ অধীনের অবস্থাটা } হইতে পিঠের উপরটায় শিৱ-দাড়া ধরিয়া একটা অল্প-স্বল্প ব্যথা উপভোগ করিতেছিলাম, বিশেষ কাহারো তাহাতে ক্ষতি-বৃদ্ধি ছিল না। না আমার না গৃহিণীর। অকস্মাৎ একরাত্রে ব্যথায় ঘুম ভাঙিয়া গেল, দেখি নিশ্বাস ফেলে কাহার সাধ্য ! অনেক তাপ-সেক মালিশাদি করিয়া সকালে একটু ভাল লক্ষণ যদিবা দেখা দিল, সন্ধ্যা হইতে এমন হইল যে ডাক্তার ডাকা অনিবাৰ্য্য হইয় উঠিল। সেই অবধি ভূগিতেছি। তাহার উপরে আবার একদিন মোটর স্লিপ করায় কোমরেও দারুণ হ্যাচক লাগিয়া আছে। তবে আফিস ভরসা । ইহাতে যদি অচল। ভক্তি রাখিতে পারি, তৰে দুদিন কাটিবেই কাটিবে। ভগবান শ্ৰীদেবাদিদেব আমাদের প্রতি বর দিয়াছিলেন ষে রক্তবাহ না করিয়া আর আমরা কৈলাস গমন করিব না। সেটার স্বচনা না হওয়া পৰ্য্যস্ত আমিই বা কি আর আপনিই বা কি-নিৰ্ভয়ে থাকিতে পারেন—কোন দুশ্চিন্তার কারণ নেই। এইজঙ্ক স্বরেশকেও? জবাব দিতে পারি নাই। গতবারের আপনার—নিজেও ভূটান টানে ! বড় চমৎকার বড় উপভোগ্য হয়েছে । ‘কালী ঘরামী’ও অনিন্দনীয় । প্রায় সবগুলিই ভাল হইয়াছে। স্বরেশের incomplete গল্প সম্বন্ধে এখনও বলিবার • । बाबांननौब्र ‘७खब्र' नजिकब्र गन्नाषक वश्रब्रणध्ख ध्ङ्गदउँौंब शृश् नब९ष्टाब्र नश्डि बन-नाशिठिाक ¢कक्षांडूबांध बहणrivitथjitब्रब्र अंह्नेिछब्र थाके । २ । ‘कांनी पब्राची'cरूशबबाबूर गष अकके अत्र । ዐ©: