পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৩৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্র-সঙ্কলন चां★नांच्च निकल्ले ट्हेरउ ७कशिन वाशि ब्रां★ कब्रिग्नांदे ऽजिब्रां चांनिम्नांछ्लिांब ।। তাহার পরেই হয়ত কতকগুলো মিথ্যা কথা প্রচার করিয়া থাকিব । হয়ত আমার মনের মধ্যে এ ভাব ছিল যে লোকে ভুল বোঝে ত বুঝুক । আপনার কাছে আমি অত্যন্ত অপরাধ করিয়াছি, কিন্তু এই প্রথম বলিয়া আমাকে মার্জনা করিবেন। আপনি ছাড়া আর কোন বড়লোকের বাড়িতে আমি ইচ্ছা করিয়া কোনদিন ধাই না, আমার সে পথটাও নিজের দোষে বন্ধ হইয়াছে মনে হইলে ভারি দুঃখ হয়। আপনার অনেক শিষ্মের মধ্যে আমিও একজন ; তাহাদের মত এতকাল আমিও কখনো আপনার নিন্দা করিতে যাই নাই, কিন্তু এবার কেন যে আমার এরূপ श्नूक् िश्हेण छानि ना । আমার প্রণাম গ্রহণ করিবেন। ইতি।—সেবক ঐশরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাজে শিবপুর, হাওড়া ২রা মাম্ব, Pse ণেষু—সহস্র প্রকার কাজের মধ্যে সম্প্রতি আপনার যে কিছু মাত্র অবকাশ নেই সে আমরা সকলেই জানি। তবুও আমি এই ভেবে লিখেছিলাম ৰে গান আপনার কাছে কথা কহার মতই সহজ, অথচ, একমাত্র এর জোরেই আমার নাটকের সব ক্রাট ঢেকে যেতো। সত্যেন্দ্র বেঁচে থাকলে আপনার এই চিঠিখানি দেখিয়ে আজ তার কাছ থেকে জনায়াসে গান আদায় করে আনতে পারতাম। এ চিঠি তার কাছে প্রায় আদেশের মত হোতে। কিন্তু সে পরলোকে এবং আর কেউ নেই যে গিয়ে বলি। কলকাতায় এসে আপনার ত নিঃশ্বাস নেবার সময় থাকে না । তখন এই নিয়ে উৎপাত করতে আমি পেরে উঠব না। আমার শত কোটি প্রণাম গ্রহণ করবেন। ऐडि-८गदक ঐশরৎচন্দ্র চট্টোপাধ্যায় § 0%