পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ যে দ্বিতল ঘরটিতে সে বাসা লইয়াছে তাহার নীচের তলায় একটি ব্রহ্মদেশীয় ভদ্রলোক সপরিবারে বাস করিতেছিলেন। সকালে আফিসে যাইবার পূৰ্ব্বে তাহার সংসারে এক বিষম অনর্থ ঘটে । র্তাহার চার কন্যা, সকলেই বিবাহিতা । কি একটা উৎসব উপলক্ষ্যে জামাতারা সকলেই আজ উপস্থিত হইয়াছিলেন । ভোজের সময় সন্ত্রম ও ইজ্জত লইয়া প্রথমে মেয়েদের মধ্যে এবং অনতিকাল পরেই বাবাজীবনদের মধ্যে লাঠালাঠি রক্তারক্তি বাধিয়া যায় ; অপূৰ্ণ খবর লইতে গিয়া হতবুদ্ধি হইয়। শুনিল যে, ইহাদের একজন মাদ্রাজের চুলিয়া মুসলমান, একজন চট্টগ্রামের বাঙালী-পৰ্ব গীজ, একজন এ্যাংলো-ইণ্ডিয়ান সাহেব এবং ছোট জামাতাটি চীন, কয়েক পুরুষ হইতে এই সশ্বরেই বাস করিয়া চামড়ার কারবার করিতেছেন । এইরূপ পৃথিবীমৃদ্ধ জাতির শ্বশুর হইবার গৌরব অন্যত্র দুল্লভ হইলেও এখানে অতিশয় স্থলভ । তত্ৰীচ, প্রতিবারেই নাকি ভদ্রলোক সভয়ে প্রতিবাদ করিয়াছিলেন, কিন্তু মেয়েদের অপ্রতিহত স্বাধীনতা তাঁহাতে কান পৰ্য্যস্থ দেয় নাই । এক-একদিন এক-একটি কন্যাকে বাটীর মধ্যে খুজিয়া পাওয়া গেল না, আবার এক-একদিন করিয়া তাহার ফিরিয়া অসিল এবং সঙ্গে আসিল এই বিচিত্র জামাইয়ের দল। তাহদের ভাষা BBBS BB BBBS BB BBBS BBBB BBBS BBS BBBB BBBB সহিত কাহারও এক নয়,—এই যে দেশের মধ্যে ভারতের হিন্দু-মুসলমান প্রশ্নের মত ধীরে ধীরে এক অতি কঠিন সমস্তার উদ্ভব হইতেছে ইহার মীমাংসা হইবে কি করিয়া ? ক্ষোভে, দুঃখে, ক্ৰোধে, বিরক্তিতে সে মনে মনে লাফাইতে লাগিল, এবং মেয়েদের এই সামাজিক স্বাধীনতাকেই একশবার করিয়া বলিতে লাগিল, এ হইতেই পারে না, এমন কিছুতেই চলিবে না । বৰ্মা নষ্ট হইতেছে, ইউরোপ উচ্ছন্ন যাইতে বসিয়াছে –সেই ধার করা সভ্যতা আমাদের দেশেও আমদানী করিলে আমরা সমূলে মরিব । আমাদের সমাজ যাহারা গড়িয়াছিলেন, নারীকে তাহারা চিনিয়াছিলেন, তাই ত এই সতর্ক বিধি-নিষেধ ! ইহ কঠোর হউক, কিন্তু কল্যাণে পরিপূর্ণ। এ দুর্দিনে যদি না তাহদের অসংশয়ে ধরিয়া থাকিতে পারি ত মৃত্যু হইতে কেহই আমাদের বঁাচাইতে পরিবে না। এমনি ধারা কত কি সে সেই অন্ধকারে একাকী বসিয়া আপন মনে বলিয়া চলিতে লাগিল। কিন্তু হায় রে ! সোজা কথাটা তাহার মনে একবারও উদয় হইল না যে, যে মুক্তিমন্ত্রকে সে এ-জীবনে একমাত্র ব্ৰত বলিয়া কায়-মনে গ্রহণ করিতে চাহিতেছে, তাহারই আর এক মুৰ্ত্তিকে সে দুই হাতে ঠেলিয়া মুক্তির সত্যকার দেবতাকেই সসম্মানে দূর করিয়া দিতেছে! মুক্তি কি তোমার এমনই ছোট্ট একটুখানি জিনিস ? তাহাকে কি তোমার আরামে চোখ বুজিয়া স্বান করিবার চৌবাচ্চ স্থির করিয়া বসিয়া আছ ? সে সমুদ্র-অাছেই ত (se